হামলায় আহত রামেন্দু মজুমদার
স্টাফ রিপোর্টার ॥ ছিনতাইকারীর কবলে পড়ে মারাত্মক আহত হয়েছেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের প্রেসিডেন্ট রামেন্দু মজুমদার। বুধবার রাতে ময়মনসিংহ থেকে ঢাকায় ফেরার পথে রাজেন্দ্রপুরে এ আক্রমণের শিকার হন তিনি।
জানা যায়, এদিন ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন রামেন্দু মজুমদার। ফেরার পথে রাত ১২টায় বিশেষ প্রয়োজনে রাজেন্দ্রপুর এলাকায় গাড়ি থামাতে হয়। কাজ সেরে গাড়িতে ওঠার মুহূর্তে একদল ছিনতাইকারী এসে তাঁদের ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই রামদা দিয়ে তাঁর শরীরে আঘাত করে এক ছিনতাইকারী। এ সময় পীঠে মারাত্মক জখম হয় তাঁর। রামেন্দু মজুমদারের কাছ থেকে টাকাসহ মানিব্যাগ, ওয়েডিং রিং, সোনার চেইনসহ গুরুত্বপূর্ণ কিছু জিনিস কেড়ে নেয় ছিনতাইকারীরা। একই ঘটনায় মারাত্মক আহত হন রামেন্দু মজুমদারের গাড়ির চালক। তাঁর দুই আঙ্গুলের রগ কেটে যায়। জানা যায়, এ অবস্থায় ৪৫ মিনিট গাড়ি চালিয়ে ঢাকায় প্রবেশ করেন তাঁরা। রাতেই কুর্মিটোলা জেনারেল হাসপতালে রামেন্দু মজুমদারকে চিকিৎসা দেয়া হয়। তাঁর ক্ষতস্থানে কয়েকটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে বাসায় রয়েছেন তিনি। ছিনতাইকারীদের রামদার কোপে গুরুতর আহত তাঁর গাড়িচালককে ভর্তি করা হয়েছে পঙ্গু হাসপাতালে।
ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করে জনকণ্ঠকে রামেন্দু মজুমদার বলেন, সাংস্কৃতিক আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নানা বাধা বিপত্তির মধ্য দিয়ে আমাদের যেতে হয়। স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে অশুভ শক্তির বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে বিপদের আশঙ্কাও থাকে। কিন্তু হঠাৎ এভাবে ছিনতাইকারীর কবলে পড়ব কখনও ভাবিনি। এটা কী ভয়াবহ অভিজ্ঞতা বলে বোঝাতে পারব না। তবে একটাই সান্ত¡না, আরও অনেক খারাপ কিছু ঘটতে পারত। সেটি হয়নি। প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি। দ্রুত আরোগ্য লাভে সকলের দোয়া চান তিনি।
জানা যায়, এদিন ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন রামেন্দু মজুমদার। ফেরার পথে রাত ১২টায় বিশেষ প্রয়োজনে রাজেন্দ্রপুর এলাকায় গাড়ি থামাতে হয়। কাজ সেরে গাড়িতে ওঠার মুহূর্তে একদল ছিনতাইকারী এসে তাঁদের ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই রামদা দিয়ে তাঁর শরীরে আঘাত করে এক ছিনতাইকারী। এ সময় পীঠে মারাত্মক জখম হয় তাঁর। রামেন্দু মজুমদারের কাছ থেকে টাকাসহ মানিব্যাগ, ওয়েডিং রিং, সোনার চেইনসহ গুরুত্বপূর্ণ কিছু জিনিস কেড়ে নেয় ছিনতাইকারীরা। একই ঘটনায় মারাত্মক আহত হন রামেন্দু মজুমদারের গাড়ির চালক। তাঁর দুই আঙ্গুলের রগ কেটে যায়। জানা যায়, এ অবস্থায় ৪৫ মিনিট গাড়ি চালিয়ে ঢাকায় প্রবেশ করেন তাঁরা। রাতেই কুর্মিটোলা জেনারেল হাসপতালে রামেন্দু মজুমদারকে চিকিৎসা দেয়া হয়। তাঁর ক্ষতস্থানে কয়েকটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে বাসায় রয়েছেন তিনি। ছিনতাইকারীদের রামদার কোপে গুরুতর আহত তাঁর গাড়িচালককে ভর্তি করা হয়েছে পঙ্গু হাসপাতালে।
ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করে জনকণ্ঠকে রামেন্দু মজুমদার বলেন, সাংস্কৃতিক আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নানা বাধা বিপত্তির মধ্য দিয়ে আমাদের যেতে হয়। স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে অশুভ শক্তির বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে বিপদের আশঙ্কাও থাকে। কিন্তু হঠাৎ এভাবে ছিনতাইকারীর কবলে পড়ব কখনও ভাবিনি। এটা কী ভয়াবহ অভিজ্ঞতা বলে বোঝাতে পারব না। তবে একটাই সান্ত¡না, আরও অনেক খারাপ কিছু ঘটতে পারত। সেটি হয়নি। প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি। দ্রুত আরোগ্য লাভে সকলের দোয়া চান তিনি।
http://allbanglanewspapers.com/janakantha/
No comments:
Post a Comment