সংলাপ না হলে আন্দোলন
যুগান্তর রিপোর্ট
প্রকাশ : ১২ জুন, ২০১৪
দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণের একমাত্র উপায় সংলাপ- এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব দলের অংশগ্রহণে নির্বাচন নিশ্চিত করতে সংলাপ করতে হবে। সরকারকে দ্রুত সংলাপের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন।
সংলাপের আলোচ্যসূচি কী হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এজেন্ডা একটাই। তা হচ্ছে, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে অতিদ্রুত একটি সুষ্ঠু নির্বাচন।
বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শ্রমিক দলের নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে এই শ্রদ্ধা জানান তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য শ্রমিক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান, শ্রমবিষয়ক সম্পাদক জাফরুল হাসান, শ্রমিক দলের নবনির্বাচিত সভাপতি মোঃ আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন। গণতন্ত্র, দেশ ও জনগণের স্বার্থে কাজ করার জন্য শ্রমিক দলের নেতাদের শপথ বাক্য পাঠ করান নজরুল ইসলাম খান।
ফখরুল বলেন, বিএনপি সব সময় বলে আসছে সংলাপই সংকট উত্তরণের একমাত্র পথ। ৫ জানুয়ারির আগেও তারা সংলাপের কথা বলেছে। কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি। ৫ জানুয়ারি নির্বাচনের শেষের দিকে জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকোর মধ্যস্থতায় দুদিন সংলাপ হয়েছিল, তাও ফলোপ্রসূ হয়নি।
সংলাপের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের কাছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগ্রহের কথা জানানোর পর সরকারের একজন মন্ত্রীর প্রতিক্রিয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ক্ষমতাসীনরা অতীতেও এরকম কথা বারবার বলেছে।
- See more at: http://www.jugantor.com/last-page/2014/06/12/110572#sthash.zYs38kmV.dpufসংলাপের আলোচ্যসূচি কী হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এজেন্ডা একটাই। তা হচ্ছে, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে অতিদ্রুত একটি সুষ্ঠু নির্বাচন।
বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শ্রমিক দলের নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে এই শ্রদ্ধা জানান তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য শ্রমিক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান, শ্রমবিষয়ক সম্পাদক জাফরুল হাসান, শ্রমিক দলের নবনির্বাচিত সভাপতি মোঃ আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন। গণতন্ত্র, দেশ ও জনগণের স্বার্থে কাজ করার জন্য শ্রমিক দলের নেতাদের শপথ বাক্য পাঠ করান নজরুল ইসলাম খান।
ফখরুল বলেন, বিএনপি সব সময় বলে আসছে সংলাপই সংকট উত্তরণের একমাত্র পথ। ৫ জানুয়ারির আগেও তারা সংলাপের কথা বলেছে। কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি। ৫ জানুয়ারি নির্বাচনের শেষের দিকে জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকোর মধ্যস্থতায় দুদিন সংলাপ হয়েছিল, তাও ফলোপ্রসূ হয়নি।
সংলাপের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের কাছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগ্রহের কথা জানানোর পর সরকারের একজন মন্ত্রীর প্রতিক্রিয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ক্ষমতাসীনরা অতীতেও এরকম কথা বারবার বলেছে।
No comments:
Post a Comment