পেন/পিন্টার প্রাইজ-২০১৪ পেলেন সালমান রুশদী
পেন/পিন্টার প্রাইজ-২০১৪ পেলেন বিখ্যাত সাহিত্যিক সালমান রুশদী। ২০০৯ সাল থেকে পেন/পিন্টার প্রাইজ পুরস্কার দেয়া হয়। ইংরেজী সাহিত্যে বিশেষ অবদানের জন্য প্রতিবছর একজন সাহিত্যিককে পুরস্কৃত করা হয়। নোবেলজয়ী সাহিত্যিক হ্যারল্ড পিন্টারের নামে এর নামকরণ করা হয়।
মিডনাইট চিলড্রেনস খ্যাত লেখক সালমান রুশদী তাঁর লেখনীর দ্বারা সাহিত্যে এক নতুন ধারা সৃষ্টি করতে সমর্থ হন। তাঁর লেখার মাধ্যমে তিনি বর্তমান সমাজ বাস্তবতার প্রতিচ্ছবি অত্যন্ত সাহসিকতার মাধ্যমে তুলে ধরেন, যা সর্বমহলে প্রশংসিত। বুকারজয়ী এই লেখক সত্য ও স্বাধীনতার পক্ষে অবস্থান করে মানবতার জয়গান গেয়েছেন। তাঁর এই সাহসী জীবনদর্শই তাঁকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে। আগামী ৯ অক্টোবর ব্রিটিশ লাইব্রেরি হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মানজনক পুরস্কার তুলে দেয়া হবে।
জ্ঞানপীঠ পুরস্কারের জন্য মনোনীত হলেন কেদারনাথ সিং
জ্ঞানপীঠ পুরস্কার ২০১৩-এর জন্য মনোনীত হলেন হিন্দী ভাষার অন্যতম কবি কেদারনাথ সিং। হিন্দী কবি সাহিত্যিকদের মধ্যে তিনি দশম লেখক হিসেবে এ সম্মাননা গ্রহণ করতে যাচ্ছেন। কেদারনাথ সিং ভারতের উত্তর প্রদেশের বালিয়ায় জন্মগ্রহণ করেন। কবি হিসেবে খ্যাতি পেলেও তিনি অসংখ্য গল্প, প্রবন্ধও লেখেন। আভি বিলকুল আভি এবং যাহা সে দেখো তাঁর উল্লেখযোগ্য রচনা। সাতাশি বছর বয়স্ক এ সাহিত্যিক এবার ১১ লাখ রুপি মূল্যমানের জ্ঞানপীঠ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। খুব শীঘ্রই তাঁর হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে বলে পুরস্কার কমিটি সূত্রে জানা যায়।
জ্যারউড ফিকশন আনকভারড প্রাইজ বিজয়ীদের নাম ঘোষণা
এবারের জ্যারউড ফিকশন আনকভারড প্রাইজ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর মোট আটজন সাহিত্যিক এ পুরস্কার লাভ করেন। এ তালিকায় অন্যদের সঙ্গে রয়েছেন ‘অল দ্য বার্ডস, সিংগিং’ খ্যাত লেখিকা এভি উইল্ড। যিনি এই একই উপন্যাসের জন্য এনকোর এ্যাওয়াড ২০১৩ পেয়েছিলেন। এ ছাড়া পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেনÑ‘ললিতো’ উপন্যাসের জন্য বেন ব্রুকস, ‘মি. লাভারম্যান’-এর রচয়িতা বারনারনাইন এভারিস্টো, ‘লিটল’-এর জন্য লেসলি গ্লেইস্টার, ‘দ্য ডিগ’-এর জন্য কিনান জোনস, ‘হোয়াইটএভার হ্যাপেন টু বিলি পার্কস-এর জন্য গ্যারেথ আর রবার্টস, ‘মিসেস হ্যামিংয়ে’র জন্য নাওমি উই এবং ‘ভ্যানিশিং’-এর জন্য গিরার্ড উডওয়ার্ড। পুরস্কার বিজয়ী প্রত্যেক লেখকই এবারই প্রথম প্রাইজমানি হিসেবে পাঁচ হাজার ইউরো পাবেন। জ্যারউড চ্যারিটেবল ফাউনেডশনের অর্থায়নে প্রতিবছর এ পুরস্কার দেয়া হয়।
লেখক ড্যানিয়েল কিইজের জীবনাবসান
প্রয়াত হলেন ফ্লাওয়ারস ফর অ্যালজারনানখ্যাত আমেরিকান লেখক ড্যানিয়েল কিইজ। গত ১৫ জুন ফ্লোরিডায় তাঁর নিজ বাসভবনে ৮৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই আমেরিকান লেখক। লেখক খ্যাতি এনে দেয়া ‘ফ্লাওয়ারস ফর অ্যালজারনান’ গল্পটি দ্য ফ্যান্টাসি ম্যাগাজিন এ্যান্ড সায়েন্স ফিকশনে ১৯৫৯ সালে প্রকাশিত হয়। এর পরের বছরই অর্থাৎ ১৯৬০ সালে তিনি এর জন্য হুগো এ্যাওয়ার্ড জেতেন। ১৯৬৬ সালে ড্যানিয়েল একই শিরোনামে বিস্তারিত গল্প নিয়ে একটি উপন্যাস লেখেন। এ উপন্যাসের আলোকে ১৯৬৮ তে তৈরি চলচ্চিত্রের জন্য অভিনেতা রবার্টসন সেরা অভিনেতার জন্য একাডেমি এ্যাওয়ার্ড লাভ করেন। ড্যানিয়েল কিইজ ১৯২৭ সালের ৭ আগস্ট ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে লেখক হবার স্বপ্ন দেখলেও তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটিতে প্যারামেডিক প্রোগ্রামে নাম লেখান। ব্রুকলিন কলেজ থেকে ১৯৫০ সালে ব্যাচেলর ডিগ্রী নিলেও তিনি ১৯৬১ সালে তাঁর মাস্টার্স সম্পন্ন করেন। ১৯৬৬ সালে তিনি ইংলিশ ও ক্রিয়েটিভ রাইটি প্রফেসর হিসেবে ওহিও বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। ড্যানিয়েল কিইজ কিছু গল্প উপন্যাস রচনা করেছেন। এ ছাড়াও তিনি প্রায়ই পত্রিকায় কলাম লিখতেন।
সাবিনা ইয়াসমিন
ইন্টারনেট অবলম্বনে
মিডনাইট চিলড্রেনস খ্যাত লেখক সালমান রুশদী তাঁর লেখনীর দ্বারা সাহিত্যে এক নতুন ধারা সৃষ্টি করতে সমর্থ হন। তাঁর লেখার মাধ্যমে তিনি বর্তমান সমাজ বাস্তবতার প্রতিচ্ছবি অত্যন্ত সাহসিকতার মাধ্যমে তুলে ধরেন, যা সর্বমহলে প্রশংসিত। বুকারজয়ী এই লেখক সত্য ও স্বাধীনতার পক্ষে অবস্থান করে মানবতার জয়গান গেয়েছেন। তাঁর এই সাহসী জীবনদর্শই তাঁকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে। আগামী ৯ অক্টোবর ব্রিটিশ লাইব্রেরি হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মানজনক পুরস্কার তুলে দেয়া হবে।
জ্ঞানপীঠ পুরস্কারের জন্য মনোনীত হলেন কেদারনাথ সিং
জ্ঞানপীঠ পুরস্কার ২০১৩-এর জন্য মনোনীত হলেন হিন্দী ভাষার অন্যতম কবি কেদারনাথ সিং। হিন্দী কবি সাহিত্যিকদের মধ্যে তিনি দশম লেখক হিসেবে এ সম্মাননা গ্রহণ করতে যাচ্ছেন। কেদারনাথ সিং ভারতের উত্তর প্রদেশের বালিয়ায় জন্মগ্রহণ করেন। কবি হিসেবে খ্যাতি পেলেও তিনি অসংখ্য গল্প, প্রবন্ধও লেখেন। আভি বিলকুল আভি এবং যাহা সে দেখো তাঁর উল্লেখযোগ্য রচনা। সাতাশি বছর বয়স্ক এ সাহিত্যিক এবার ১১ লাখ রুপি মূল্যমানের জ্ঞানপীঠ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। খুব শীঘ্রই তাঁর হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে বলে পুরস্কার কমিটি সূত্রে জানা যায়।
জ্যারউড ফিকশন আনকভারড প্রাইজ বিজয়ীদের নাম ঘোষণা
এবারের জ্যারউড ফিকশন আনকভারড প্রাইজ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর মোট আটজন সাহিত্যিক এ পুরস্কার লাভ করেন। এ তালিকায় অন্যদের সঙ্গে রয়েছেন ‘অল দ্য বার্ডস, সিংগিং’ খ্যাত লেখিকা এভি উইল্ড। যিনি এই একই উপন্যাসের জন্য এনকোর এ্যাওয়াড ২০১৩ পেয়েছিলেন। এ ছাড়া পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেনÑ‘ললিতো’ উপন্যাসের জন্য বেন ব্রুকস, ‘মি. লাভারম্যান’-এর রচয়িতা বারনারনাইন এভারিস্টো, ‘লিটল’-এর জন্য লেসলি গ্লেইস্টার, ‘দ্য ডিগ’-এর জন্য কিনান জোনস, ‘হোয়াইটএভার হ্যাপেন টু বিলি পার্কস-এর জন্য গ্যারেথ আর রবার্টস, ‘মিসেস হ্যামিংয়ে’র জন্য নাওমি উই এবং ‘ভ্যানিশিং’-এর জন্য গিরার্ড উডওয়ার্ড। পুরস্কার বিজয়ী প্রত্যেক লেখকই এবারই প্রথম প্রাইজমানি হিসেবে পাঁচ হাজার ইউরো পাবেন। জ্যারউড চ্যারিটেবল ফাউনেডশনের অর্থায়নে প্রতিবছর এ পুরস্কার দেয়া হয়।
লেখক ড্যানিয়েল কিইজের জীবনাবসান
প্রয়াত হলেন ফ্লাওয়ারস ফর অ্যালজারনানখ্যাত আমেরিকান লেখক ড্যানিয়েল কিইজ। গত ১৫ জুন ফ্লোরিডায় তাঁর নিজ বাসভবনে ৮৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই আমেরিকান লেখক। লেখক খ্যাতি এনে দেয়া ‘ফ্লাওয়ারস ফর অ্যালজারনান’ গল্পটি দ্য ফ্যান্টাসি ম্যাগাজিন এ্যান্ড সায়েন্স ফিকশনে ১৯৫৯ সালে প্রকাশিত হয়। এর পরের বছরই অর্থাৎ ১৯৬০ সালে তিনি এর জন্য হুগো এ্যাওয়ার্ড জেতেন। ১৯৬৬ সালে ড্যানিয়েল একই শিরোনামে বিস্তারিত গল্প নিয়ে একটি উপন্যাস লেখেন। এ উপন্যাসের আলোকে ১৯৬৮ তে তৈরি চলচ্চিত্রের জন্য অভিনেতা রবার্টসন সেরা অভিনেতার জন্য একাডেমি এ্যাওয়ার্ড লাভ করেন। ড্যানিয়েল কিইজ ১৯২৭ সালের ৭ আগস্ট ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে লেখক হবার স্বপ্ন দেখলেও তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটিতে প্যারামেডিক প্রোগ্রামে নাম লেখান। ব্রুকলিন কলেজ থেকে ১৯৫০ সালে ব্যাচেলর ডিগ্রী নিলেও তিনি ১৯৬১ সালে তাঁর মাস্টার্স সম্পন্ন করেন। ১৯৬৬ সালে তিনি ইংলিশ ও ক্রিয়েটিভ রাইটি প্রফেসর হিসেবে ওহিও বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। ড্যানিয়েল কিইজ কিছু গল্প উপন্যাস রচনা করেছেন। এ ছাড়াও তিনি প্রায়ই পত্রিকায় কলাম লিখতেন।
সাবিনা ইয়াসমিন
ইন্টারনেট অবলম্বনে
No comments:
Post a Comment