Thursday, June 26, 2014

গঙ্গায় এক ডুবেই ক্যান্সার!

গঙ্গায় এক ডুবেই ক্যান্সার!
দূষণের স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে ভারতের গঙ্গা নদীর পানি এমন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে যে, যে কেউ সেখানে একবার ডুব দিলে ক্যান্সারের মতো ভয়াবহ রোগে আক্রান্ত হতে পারেন বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। হিন্দুদের অন্যতম তীর্থস্থান গঙ্গা নদীতে স্বচ্ছ পানি নিশ্চিত করতে সরব স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গঙ্গার পানি বিশুদ্ধকরণ প্রকল্পও তাঁর উন্নয়ন পরিকল্পনার শীর্ষে রয়েছে। খবর ওয়েবসাইট।
ভারতের আণবিক শক্তি কেন্দ্রের ‘ন্যাশনাল সেন্টার ফর কম্পোজিশনাল ক্যারে ক্টারাইজেশন অব ম্যাটারিয়ালস’ (এনসিসিএম) গত বছর জানুয়ারিতে কুম্ভ মেলার সময় গঙ্গার পানি পরীক্ষার জন্য সংগ্রহ করে। ল্যাবরেটরি পরীক্ষায় পানিতে ক্যান্সারের প্রধান উপাদান কারসিনোজেনের অস্তিত্ব পাওয়া যায়। এ ছাড়া পুণ্যার্থীদের সংগ্রহ করা পানিতেও ক্রোমিয়াম সিক্স বা ছয় মাত্রার ক্রোমিয়াম পাওয়া যায়, যা বিষেরই নামান্তর। এনসিসিএমের প্রধান ড. সুনীল জয় কুমার বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি, ওই পানিগুলো কুম্ভ মেলার সময় সংগ্রহ করা হয়েছিল। এতে বিষাক্ততার পরিমাণ স্বাভাবিকের চেয়ে পঞ্চাশগুণ বেশি পাওয়া গেছে।’
ধর্মীয় উৎসব উপলক্ষে গঙ্গা তীরে ব্যাপক লোক সমাগম ও বিভিন্ন মহল থেকে এতে বর্জ্য নিক্ষেপকে পানি দূষণের কারণ মনে করা হয়। তবে গঙ্গা দূষণের বড় কারণ হিসেবে ভূমিকা রাখছে কানপুর ট্যানারির বর্জ্য।
সুনীল কুমার বলেন, রাসায়নিক দূষণ থেকে গঙ্গার পানিকে বিশুদ্ধ করাতে অতিসত্ত্বর ব্যবস্থা নেয়া উচিত।

No comments:

Post a Comment