Monday, June 2, 2014

ম্যারাডোনার বিশ্বাস, বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

ম্যারাডোনার বিশ্বাস, বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা
স্পোর্টস রিপোর্টার ॥ ডিয়েগো ম্যারাডোনার জাদুকরী নৈপুণ্যে ২৮ বছর আগে সর্বশেষ বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এর পর প্রতিটি আসরেই ফেবারিটের তকমা নিয়ে খেললেও ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে দক্ষিণ আমেরিকার দেশটিকে। এবার ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া বিশতম বিশ্বকাপে দীর্ঘদিনের খরা ঘোচানোর সুযোগ দুইবারের চ্যাম্পিয়নদের। লিওনেল মেসি নামের আরেক জাদুকর দলটিতে থাকার কারণেই আত্মবিশ্বাসে বলীয়ান আর্জেন্টাইনরা। দেশটিকে সর্বশেষ বিশ্বকাপ জেতানো অধিনায়ক ম্যারাডোনার মনও বলছে এবার পারবে আর্জেন্টিনা। রবিবার এক সাক্ষাতকারে এমন সম্ভাবনার কথা বলেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক ও কোচ।
আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দলটির বর্তমান কোচ আলেসান্দ্রো সাবেলার উচ্ছ্বসিত প্রশংসা করেন। নিজ দেশের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে ম্যারাডোনা বলেন, কোচ সাবেলার ওপর আমাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। তিনি আরও বলেন, মনে হচ্ছে, স্বপ্নটা পূরণ হয়েও যেতে পারে! এবারই আর্জেন্টিনা জিতে যেতে পারে বিশ্বকাপ। খেলোয়াড় হিসেবে দেশকে বিশ্বকাপ উপহার দিলেও কোচ হিসেবে ব্যর্থ হয়েছিলেন ম্যারাডোনা। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তাঁর অধীনে কোয়ার্টার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু জার্মানির কাছে ৪-০ গোলের করুণ হারে বিদায় নিয়েছিল ম্যারাডোনার দল। এই নিয়ে অনেক চাপের কারণে ম্যারাডোনকে ছাঁটাই করেছিল আর্জেন্টিনা ফুটবল এ্যাসোসিয়েশন। এবার ব্রাজিল বিশ্বকাপে তিনি মেসি, হিগুয়াইনদের সঙ্গে না থাকলেও আশা করছেন তাঁর দেশ চ্যাম্পিয়ন হতে পারবে। অবশ্য বিশ্বকাপে বেশ ব্যস্ত থাকবেন ম্যারাডোনা। ভেনিজুয়েলার একটি টেলিভিশন চ্যানেলের ধারাভাষ্যকার হিসেবে তিনি কাজ করবেন সাংবাদিক ভিক্টর হুগো মোরালেসের সঙ্গে। যিনি উরুগুয়ের নাগরিক।
http://www.dailyjanakantha.com/news_view.php?nc=11&dd=2014-06-03&ni=174904

No comments:

Post a Comment