অগ্নিনির্বাপণ ব্যবস্থা না দেখেই ট্রেড লাইসেন্স
এই সময়: অগ্নিনির্বাপণ ব্যবস্থা যাচাই না-করেই বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা৷ বৃহস্পতিবার কলকাতা পুরভবনে দমকল এবং পুরসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, স্টিফেন কোর্টের অগ্নিকাণ্ডের পর শহরের যে ১৭টি বৃহত্ বাজারের ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স এত দিন আটকে রেখেছিল পুরসভা, সেই নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়া হবে৷ ফলে সেখানকার ব্যবসায়ীরা পুরসভা থেকে আবার ট্রেড লাইসেন্স নবীকরণ করাতে পারবেন৷ যাঁদের ফায়ার লাইসেন্স নেই, তাঁরাও ট্রেড লাইসেন্স পাবেন৷ তার জন্য অবশ্য তাদের মুচলেকা দিয়ে জানাতে হবে যে, তিন মাসের মধ্যে ফায়ার লাইসেন্স জোগাড় করবেন তাঁরা৷
পুরসভার এই সিদ্ধান্তে রাজনীতির গন্ধ খুঁজে পাচ্ছেন অনেকে৷ মনে করা হচ্ছে, পুরভোটের কথা মাথায় রেখেই ব্যবসায়ী মহলকে খুশি করতেই এমনটা করা হয়েছে৷
যদিও এই সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে৷ অভিযোগ উঠছে, অগ্নিনির্বাপণ ব্যবস্থা যাচাই না-করেই যে ভাবে চোখ-কান বুজে বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিকে ট্রেড লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তা শুধু বেআইনিই নয়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ৷ তিন মাসের মধ্যে বাজারে কোনও অগ্নিকাণ্ড ঘটলে তার দায় কার ঘাড়ে বর্তাবে, তা নিয়েও প্রশ্ন উঠছে৷ মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং দমকলমন্ত্রী জাভেদ খান অবশ্য এই স্পর্শকাতর বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি৷
পুরসভা সূত্রে জানা গিয়েছে, স্টিফেন কোর্টের অগ্নিকাণ্ডের পর অগ্নিনির্বাপণ বিধি না-মানায় শহরের মোট ৪২টি বাজারের ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণের কাজ আটকে দিয়েছিল পুরসভা৷ তার মধ্যে ২৫টি বাজারের ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত আগেই হয়েছিল৷ এদিন যে ১৭টি বাজারের ট্রেড লাইসেন্স নবীকরণের সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে রয়েছে রাজা কাটরা, চাঁদনি মার্কেট, মার্কেন্টাইল বিল্ডিং, জিতেন্দ্র চেম্বার, হেস্টিংস চেম্বার, বেন্টিঙ্ক চেম্বার, কারনানি ম্যানসন এবং কুইন ম্যানসন৷
পুরসভার এই সিদ্ধান্তে রাজনীতির গন্ধ খুঁজে পাচ্ছেন অনেকে৷ মনে করা হচ্ছে, পুরভোটের কথা মাথায় রেখেই ব্যবসায়ী মহলকে খুশি করতেই এমনটা করা হয়েছে৷
যদিও এই সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে৷ অভিযোগ উঠছে, অগ্নিনির্বাপণ ব্যবস্থা যাচাই না-করেই যে ভাবে চোখ-কান বুজে বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিকে ট্রেড লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তা শুধু বেআইনিই নয়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ৷ তিন মাসের মধ্যে বাজারে কোনও অগ্নিকাণ্ড ঘটলে তার দায় কার ঘাড়ে বর্তাবে, তা নিয়েও প্রশ্ন উঠছে৷ মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং দমকলমন্ত্রী জাভেদ খান অবশ্য এই স্পর্শকাতর বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি৷
পুরসভা সূত্রে জানা গিয়েছে, স্টিফেন কোর্টের অগ্নিকাণ্ডের পর অগ্নিনির্বাপণ বিধি না-মানায় শহরের মোট ৪২টি বাজারের ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণের কাজ আটকে দিয়েছিল পুরসভা৷ তার মধ্যে ২৫টি বাজারের ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত আগেই হয়েছিল৷ এদিন যে ১৭টি বাজারের ট্রেড লাইসেন্স নবীকরণের সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে রয়েছে রাজা কাটরা, চাঁদনি মার্কেট, মার্কেন্টাইল বিল্ডিং, জিতেন্দ্র চেম্বার, হেস্টিংস চেম্বার, বেন্টিঙ্ক চেম্বার, কারনানি ম্যানসন এবং কুইন ম্যানসন৷
No comments:
Post a Comment