Monday, June 16, 2014

বগুড়ায় মুনতাসীর মামুন ॥ জামায়াতের সঙ্গে যারা সমঝোতা করবে, তাদের বিরুদ্ধেই আন্দোলন

বগুড়ায় মুনতাসীর মামুন ॥ জামায়াতের সঙ্গে যারা সমঝোতা করবে, তাদের বিরুদ্ধেই আন্দোলন
স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বাংলাদেশ বাঙালীর দেশ। এর মধ্যেই আছে অসাম্প্রদায়িক চেতনা, সাম্যের চেতনা, গণতান্ত্রিক চেতনা এমনটি উল্লেখ করে অধ্যাপক ড. মুনতাসীর মামুন স্পষ্ট করেই জানিয়ে দেন, যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর সঙ্গে যারা আঁতাত, সহায়তা এবং সমঝোতা করবে তারা সরকারেই থাকুক আর অন্য কোথাও থাকুক আমরা সব সময়ই তার বিরোধিতা করব। তাদের বিরুদ্ধে রাস্তায় নামব। সরকার পক্ষ থেকে কোন নমনীয়তা দেখালে তা আত্মঘাতী হবে বলে সাবধান করে দেন তিনি। যে কোন ধরনের ষড়যন্ত্র তরুণরা প্রতিহত করবে।
বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে রবিবার বিকেলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। নির্মূল কমিটির সহসভাপতি মুনতাসীর মামুন বলেন, আন্দোলন থেমে যায়নি। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। রায় প্রদান এবং তা কার্যকরের পালা চলছে। এটা বাঙালীর বড় সাফল্য। যতদিন জামায়াতের অপরাজনীতি, জঙ্গী ও মৌলবাদী অপতৎপরতা বন্ধ না হবে, ততদিন নির্মূল কমিটির আন্দোলন চলবে। নতুন প্রজন্মের তরুণরা আন্দোলন চালিয়ে নেবে। নির্মূল কমিটি বগুড়ার আহ্বায়ক ডা. সামির হোসেন মিশুর সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাডভোকেট নাসিদ নিগার খন্দকার কেকার সঞ্চালনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, মহিলা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিল।
মুনতাসীর মামুন বলেন, আইনমন্ত্রীর এক বক্তব্যে জামায়াত সম্পর্কে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল তা খ-িত হয়েছে। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে আইনকে আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে। তিনি জানান, দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশেই যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণআদালত গঠিত হয়। মুক্তিযুদ্ধ পরিচালনাকারী দল রাজনৈতিকভাবে সমর্থন এবং পরবর্তী সময়ে সরকার গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম এগিয়ে নিয়ে বিশ্বে নজির স্থাপন করেছে। এই সরকারকে মনে রাখতে হবে, কোনভাবে জামায়াত সম্পর্কে সামান্যতম নমনীয়তা দেখা দিলে বর্তমানের তরুণ প্রজন্ম তা প্রত্যাখান করবে। তিনি বলেন ’৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া সকলেই জামায়াতকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। এখন জঙ্গী, মৌলবাদ উৎপাটনের সময় এসেছে। মুনতাসীর মামুন তরুণদের বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে নির্মূল কমিটির প্রতিটি শাখায় আর্কাইভ স্থাপনের পরামর্শ দেন। যেখানে নির্মূল কমিটির শ্বেতপত্রসহ মুক্তিযুদ্ধের সকল দলিল, বই-পুস্তক পত্রিকার ক্লিপিংস থাকবে।
http://allbanglanewspapers.com/janakantha/

No comments:

Post a Comment