Tuesday, June 10, 2014

গুড়গাঁওয়ের এক কসবায় দাঙ্গা, কার্ফু জারি

গুড়গাঁওয়ের এক কসবায় দাঙ্গা, কার্ফু জারি

gurgaon
এই সময় ডিজিটাল ডেস্ক: রবিবারের সাম্প্রদায়িক দাঙ্গার পর গত ২ দিন ধরে কার্ফু জারি রয়েছে গুড়গাঁও থেকে ৩২ কিলোমিটার দূর তাবড়ু কসবায়। মঙ্গলবার সকালেও স্থানীয় একটি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়।

আসিম খান নামে স্থানীয় আইনজীবী জানিয়েছেন, 'আগুন লাগার খবরের পরই আধিকারিকরা সেখানে পৌঁছে যান। মনে করা হচ্ছে এ ভাবে আগুন লাগিয়ে কয়েক জন সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াতে চাইছেন।'

দাঙ্গার পর তাবড়ু থানায় ১২টি এফআইআর দায়ের করা হয়েছে। রেওয়াড়ি রেঞ্জের আইজি ছাড়া, চার জেলার পুলিশ সুপার এবং সিআরপিএফ ঘটনাস্থলে উপস্থিত। আহতদের চিকিত্‍‌সার খরচ স্থানীয় প্রশাসন বহন করবে বলে জানানো হয়েছে।

জেলার ডেপুটি কমিশনার রমেশ ভার্মা জানিয়েছেন, শান্তি স্থাপনের জন্য দুই সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা চলছে। সোমবার সন্ধে নাগাদ স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়, পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয় ওই বৈঠকে। তবে পুলিশের তরফে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আশ্বাস দেওয়া হয়েছে। মেওয়াতের পুলিশ সুপার সিমরদীপ সিং বলেন, 'প্রশাসন বেশি দিন কার্ফু জারি রাখতে চায় না, কারণ তা হলে জনজীবন ব্যাহত হবে।'

No comments:

Post a Comment