সুস্থ রোনাল্ডোকে নিয়েই আজ মাঠে নামছে পর্তুগীজরা
শাকিল আহমেদ মিরাজ ॥ ইনজুরির জন্য ঝরে গেছেন ফ্রাঙ্ক রিবেরি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে ঘোরতর অনিশ্চয়তা, প্রস্তুতি ম্যাচে ফের মাঠে বমি করেছেন লিওনেল মেসি- আচ্ছা বলুন তো এরপর আর বিশ্বকাপের থাকেটা কী? সমসাময়িক বিশ্ব ফুটবলের বড় তারকাই তো তাঁরা। অপর দুইজনকে পেছনে ফেলে ফিফা ব্যালন ডি’অর জিতেছেন রিয়াল মাদ্রিদ হিরো ক্রিশ্চিয়ানো; তাঁকে ছাড়া কী পর্তুগীজদের বিশ্বকাপ দল কল্পনা করা যায়? আশ্বস্ত থাকুন, আছেন মেসি-নেইমার। মাদ্রিদ-পর্তুগাল তথা বিশ্বজুড়ে অগণিত ভক্তের জন্য সুখবর আজ জার্মানির বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ নিজেদের প্রথম ম্যাচেই খেলবেন রোনাল্ডো। দুই দিন আগে স্বয়ং রোনাল্ডোই সেটি বলেছিলেন। তবে নিশ্চিত হতে পারছিলেন না ভক্তরা। অনেকে ভেবেছিলেন বিশ্বকাপ স্বপ্নে বিভোর ক্রেজি হিরো হয়ত আবেগের বসে একধাপ এগিয়ে বলছেন। কিন্তু রবিবার পর্তুগীজ ম্যানেজমেন্ট ও সতীর্থদের পক্ষ থেকে শতভাগ নিশ্চয়তা দেয়া হয়েছে। ভক্তকুল এবার আনন্দে লাফাতে পারেন! অদম্য ও ভয়ঙ্কর জার্মানির বিপক্ষে নিজেদের স্বপ্নের নায়ককে পাচ্ছেন তাঁরা। সালভাদরে বিপুল আগ্রহজাগানিয়া উন্মাদনার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
প্র্যাকটিসে বাঁ হাঁটুতে বড় ধরনের আইসপ্যাক লাগানো অবস্থায় রোনাল্ডোর ছবি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে বাধ্য হওয়ার পরও অবশ্য দলের সঙ্গে অনুশীলন করেছেন পর্তুগালের এই তারকা স্ট্রাইকার। তবে বল নিয়ে পুরোদমে অনুশীলনের বদলে হালকা স্ট্রেচিং করে মাঠ ছাড়েন তিনি। জল্পনা যতই চলুক না কেন, রোনাল্ডো যে ঠিকই আজ মাঠে নামবেন, সে সম্পর্কে অনেকটাই নিশ্চিত করেছেন তাঁর সতীর্থ উইলিয়াম কার্ভালহোকে? তিনি জানিয়েছেন, ‘যে যাই বলুক না কেন, রোনাল্ডো শতভাগ সুস্থ অবস্থাতেই আজ জার্মানির বিরুদ্ধে মাঠে নামবেন।’ কার্ভালহোর কথাই যেন সত্যি হয়।
ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এ্যাটলেটিকোর বিপক্ষে জয় পাওয়া ম্যাচের পর বেশকিছু সমস্যায় ভুগছিলেন ২৯ বছর বয়সী তারকা খেলোয়াড় এবং মার্কো রিউস, ফ্রাঙ্ক রিবেরি ও রাদামেল ফ্যালকাওদের মতো তাঁকেও বিশ্বকাপ মিস করতে হতে পারে সন্দেহ সৃষ্টি হয়েছিল। ভক্তদের আশা আরও বেড়ে যাবে যখন জানবেন স্বয়ং রোনাল্ডো আজ মাঠে নামতে প্রস্তুত। সেনসেশনাল পর্তুগীজ উইঙ্গার বলেন, ‘ভালভাবে অনুশীলন করেছি এবং ডাক্তারদের পরামর্শ ঠিকভাবে মেনে এসেছি। দুশ্চিন্তার কোন কারণ নেই। অবশ্যই পুরোপুরি ফিট হয়েই মাঠে নামছি আমি।’
গ্রুপ ‘জি’ তে জার্মানি, যুক্তরাষ্ট্র এবং ঘানা থাকায় দ্বিতীয় পর্বে যাওয়াটা সত্যিই পাওলো বেনেট্টোর দলের সামনে এক কঠিন চ্যালেঞ্জ এবং এ চ্যালেঞ্জের বিষয়ে রোনাল্ডোও বাস্তববাদী। তিনি বলেন, ‘ইউরোতে আমরা জার্মানির বিপক্ষে খেলেছি। সুতরাং তাদের সম্পর্কে আমরা জানি। তারাও আমাদের সম্পর্কে জানে। তাদের দলটি খুবই শক্তিশালী। এই বিশ্বকাপে ফেবারিটদের মধ্যে একটি তারা। সত্যিই এটা খুব কঠিন হবে।’ তিনি আরও বলেন, ‘কিন্তু ইউরোতে আমাদের গ্রুপে নেদারল্যান্ডস ও ডেনমার্কও ছিল এবং আমরা কোয়ালিফাই করেছিলাম। বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও ঘানা রয়েছে। এটা সত্যিই কঠিন হবে। তবে আমরা আমাদের সেরা খেলাটা খেলতে প্রতিজ্ঞাবদ্ধ।’ ২০০৩ থেকে এ পর্যন্ত পর্তুগালের জার্সিতে ১১১ ম্যাচে ৪৯ গোল করেছেন তিনি। বর্তমানে পালন করছেন দলের অধিনায়কের গুরুদায়িত্ব। সুতরাং বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই শতভাগ সুস্থ রোনাল্ডোকে পাওয়াটা পর্তুগালের জন্যও খুবই জরুরী।
প্র্যাকটিসে বাঁ হাঁটুতে বড় ধরনের আইসপ্যাক লাগানো অবস্থায় রোনাল্ডোর ছবি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে বাধ্য হওয়ার পরও অবশ্য দলের সঙ্গে অনুশীলন করেছেন পর্তুগালের এই তারকা স্ট্রাইকার। তবে বল নিয়ে পুরোদমে অনুশীলনের বদলে হালকা স্ট্রেচিং করে মাঠ ছাড়েন তিনি। জল্পনা যতই চলুক না কেন, রোনাল্ডো যে ঠিকই আজ মাঠে নামবেন, সে সম্পর্কে অনেকটাই নিশ্চিত করেছেন তাঁর সতীর্থ উইলিয়াম কার্ভালহোকে? তিনি জানিয়েছেন, ‘যে যাই বলুক না কেন, রোনাল্ডো শতভাগ সুস্থ অবস্থাতেই আজ জার্মানির বিরুদ্ধে মাঠে নামবেন।’ কার্ভালহোর কথাই যেন সত্যি হয়।
ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এ্যাটলেটিকোর বিপক্ষে জয় পাওয়া ম্যাচের পর বেশকিছু সমস্যায় ভুগছিলেন ২৯ বছর বয়সী তারকা খেলোয়াড় এবং মার্কো রিউস, ফ্রাঙ্ক রিবেরি ও রাদামেল ফ্যালকাওদের মতো তাঁকেও বিশ্বকাপ মিস করতে হতে পারে সন্দেহ সৃষ্টি হয়েছিল। ভক্তদের আশা আরও বেড়ে যাবে যখন জানবেন স্বয়ং রোনাল্ডো আজ মাঠে নামতে প্রস্তুত। সেনসেশনাল পর্তুগীজ উইঙ্গার বলেন, ‘ভালভাবে অনুশীলন করেছি এবং ডাক্তারদের পরামর্শ ঠিকভাবে মেনে এসেছি। দুশ্চিন্তার কোন কারণ নেই। অবশ্যই পুরোপুরি ফিট হয়েই মাঠে নামছি আমি।’
গ্রুপ ‘জি’ তে জার্মানি, যুক্তরাষ্ট্র এবং ঘানা থাকায় দ্বিতীয় পর্বে যাওয়াটা সত্যিই পাওলো বেনেট্টোর দলের সামনে এক কঠিন চ্যালেঞ্জ এবং এ চ্যালেঞ্জের বিষয়ে রোনাল্ডোও বাস্তববাদী। তিনি বলেন, ‘ইউরোতে আমরা জার্মানির বিপক্ষে খেলেছি। সুতরাং তাদের সম্পর্কে আমরা জানি। তারাও আমাদের সম্পর্কে জানে। তাদের দলটি খুবই শক্তিশালী। এই বিশ্বকাপে ফেবারিটদের মধ্যে একটি তারা। সত্যিই এটা খুব কঠিন হবে।’ তিনি আরও বলেন, ‘কিন্তু ইউরোতে আমাদের গ্রুপে নেদারল্যান্ডস ও ডেনমার্কও ছিল এবং আমরা কোয়ালিফাই করেছিলাম। বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও ঘানা রয়েছে। এটা সত্যিই কঠিন হবে। তবে আমরা আমাদের সেরা খেলাটা খেলতে প্রতিজ্ঞাবদ্ধ।’ ২০০৩ থেকে এ পর্যন্ত পর্তুগালের জার্সিতে ১১১ ম্যাচে ৪৯ গোল করেছেন তিনি। বর্তমানে পালন করছেন দলের অধিনায়কের গুরুদায়িত্ব। সুতরাং বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই শতভাগ সুস্থ রোনাল্ডোকে পাওয়াটা পর্তুগালের জন্যও খুবই জরুরী।
http://allbanglanewspapers.com/janakantha/
No comments:
Post a Comment