Thursday, June 12, 2014

সরকারের ৮৯ লাখ খরচে ব্রাজিল সফরে বিধায়করা

সরকারের ৮৯ লাখ খরচে ব্রাজিল সফরে বিধায়করা

brasil
এই সময় ডিজিটাল ডেস্ক: ব্রাজিলে বিশ্বকাপের আসর বসেছে, আর সেখানে ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকবেন না, এটা ভাবাই যায় না। ছয় বিধায়ককে বিশ্বকাপ দেখতে পাঠাচ্ছে গোয়া সরকার। যার জেরে সরকারি কোষাগারে ৮৯ লক্ষ টাকার ধাক্কা লাগছে।

সৌভাগ্যবানদের তালিকায় রয়েছেন, ক্রীড়ামন্ত্রী রমেশ তওয়াড়কর, মত্স্যমন্ত্রী অযাভারটানো ফুরতাদো, বিদ্যুত্‌মন্ত্রী মিলিন্দ নায়েক, ভাস্কোর বিধায়ক কার্লোস আলমেইদা, ভেলিমের বিধায়ক বেঞ্জামিন সিলভা এবং আলডোনার বিধায়ক গ্লেন টিকলো।

যদিও জানা গিয়েছে, প্রথমে এই তালিকাটি একটু অন্য রকম ছিল। প্রথমে স্পোর্টস অথরিটি অফ গোয়ার তরফ থেকে মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কারের টেবিলে যে ফাইল পাঠানো হয়েছিল, তাতে নাম ছিল স্পোর্টস অথরিটির এগজিকিউটিভ ডিরেক্টর সন্দীপ জ্যাকস, স্পোর্টস সেক্রেটারি ম্যাথিউ স্যামুয়েলস, জয়েন্ট ডিরেক্টর কোচিং ব্রুনো কুটিনহো, কোষাধ্যক্ষ অরুণ ভাট এবং আরও এক আমলার। কিন্তু পরে ক্রীড়ামন্ত্রী রমেশ তওয়াড়করের তত্ত্বাবধানে আরও একটি ফাইল পাঠানো হয়, যাতে আগে নামগুলি অজ্ঞাত কারণবশত বাতিল হয়ে যায়।

প্রসঙ্গত, এই ছয় মন্ত্রী ও বিধায়কদের মধ্যে চার জন ২০১২ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত এফআইএম ওয়ার্ল্ড মোটোক্রস চ্যাম্পিয়নশিপে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। যদিও দেখে আসার পর সেই খেলা নিয়ে আর কোনও উচ্চবাচ্য শোনা যায়নি। যাই হোক, বিশ্বকাপে গিয়ে তাঁরা রিওতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল এবং দু'টি সেমিফাইনাল দেখবেন। আশা করা যায় দেখে আসার পর দেশের করুণ ফুটবল-চিত্র পাল্টাতে কিছু উদ্যোগ নিতে দেখা যাবে তাঁদের।

No comments:

Post a Comment