Thursday, June 12, 2014

ঝড়ে বোয়ালমারী ও শিবগঞ্জে নিহত ৩ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি

ঝড়ে বোয়ালমারী ও শিবগঞ্জে নিহত ৩ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি
যুগান্তর ডেস্ক
প্রকাশ : ১২ জুন, ২০১৪
ঘূর্ণিঝড়ে বোয়ালমারী ও শিবগঞ্জে ৩ জন নিহত হয়েছে। অপরদিকে শিবগঞ্জ, ইসলামপুর, সলঙ্গা ও বরুড়ায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও শিবগঞ্জ, গোমস্তাপুর, বোয়ালমারী, মধুখালী, সলঙ্গা, গাইবান্ধা, বরুড়া, ইসলামপুর, মানিকগঞ্জসহ বিভিন্ন স্থানে ঘূূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান-
বোয়ালমারী : সাতৈর, ঘোষপুর, দাদপুর ইউনিয়নের ওপর দিয়ে বুধবার হঠাৎ বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে দুজনের প্রাণহানিসহ ১০ জন আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এর মধ্যে সাতৈর ইউনিয়নে ঝড়ে ব্যাপক তাণ্ডবলীলা চালায়। ঝড়ে সাতৈর, ইউনিয়নের বেড়াদী, কেশরাইল, ডোবরা, শেরাপুরসহ ১০টি গ্রামের শত শত গাছপালা, বাড়িঘর ভেঙে তছনছ হয়ে যায়। এ সময় শেরাপুর গ্রামের মোহন পরামানিকের মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রী প্রিয়া আক্তার (১৩) গাছ চাপা পড়ে এবং বেড়াদী গ্রামের হিসামদী মোল্যার ছেলে বাবলু মোল্যা ঘর চাপা পড়ে নিহত হয়। ঝড়ে কাঁচা-পাকা ৫/৬ শত বাড়িসহ লাখ লাখ টাকার গাছপালা ভেঙে ক্ষতিগ্রস্ত হয়।
চাঁপাইনবাবগঞ্জ/শিবগঞ্জ : বুধবার শিবগঞ্জ ও গোমস্তাপুরে ঘূর্ণিঝড়ে প্রায় ৫শ বাড়িঘরসহ বড় বড় আমগাছ ভেঙে পড়েছে। এ ঘটনায় গাছ চাপা পড়ে দুজন নিহত হয়েছে। এদের মধ্যে শিবগঞ্জের রানীবাড়ি চাঁদপুর গ্রামের অনিল চন্দ্র প্রামাণিকের মেয়ে নিয়তি রানী প্রামাণিক (১৬) বজ পাতে এবং চাপাটোলা গ্রামের মোশারফ হোসেনের ছেলে কাউসার আলী (১২) গাছ চাপায় নিহত হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড় শুরু হয়। ঝড়ে সদর উপজেলার বালিয়াডাঙ্গা, গোবরাতলা, শিবগঞ্জের বিনোদপুর, চকর্কীতি, দুর্লভপুর, গোমস্তাপুর, চৌডালা ও রহনপুর ইউনিয়নে বেশি ক্ষতি হয়েছে। গাছ থেকে ঝরে পড়েছে কয়েক কোটি টাকার আম।
মধুখালী : উপজেলায় ৫ মিনিটের এক টর্নেডোতে ১০টি গ্রামের শতাধিক কাঁচা ও টিনের ঘরবাড়ি, একটি মাদ্রাসা, একটি স্কুলের চাল এবং একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান উড়ে গেছে এবং শত শত গাছপালা ভেঙে পড়েছে। উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ছ্যানখালী থেকে ব্রাহ্মণকান্দা ব্রিজের আগ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় গাছ ভেঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে এক ঘণ্টা।
সিরাজগঞ্জ : সলঙ্গায় পৃথক বজ পাতে এক স্কুলছাত্র নিহত ও মহিলাসহ অন্তত ৪ জন আহত হয়েছে। বুধবার সলঙ্গার এরানদহ গ্রামের লাভলু মণ্ডলের ছেলে নাজমুল হাসান পরীক্ষা দেয়ার জন্য স্কুলে যাওয়ার পথে বজ পাতে মারা যায়। সে স্থানীয় এরানদহ মডেল স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র।
ইসলামপুর : ইসলামপুরে বুধবার বজ পাতে মজনু নামে এক কিশোর মারা গেছে। নিহত মজনু গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামের ওমর আলীর ছেলে।
বরুড়া : বজ্রপাতে জোবায়ের নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শরাফতি গ্রামে বুধবার দুপুরে বজ পাতে মোঃ হোসেনের ছেলে জোবায়ের হোসেনের মৃত্যু হয়।
গাইবান্ধা : কামারপাড়া ইউনিয়নে প্রচণ্ড ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় প্রায় এক কিলোমিটার এলাকার ১১ কেভি বিদ্যুৎ লাইন বিধ্বস্ত হওয়ায় ছয়টি গ্রামে ৩ দিন ধরে বিদ্যুৎ সরবরাহ নেই। গ্রামগুলো হচ্ছে- কেশালিডাঙ্গা, হাটবামুনি, শিংগিখামার, ধোপাডাঙ্গা, বাগচি ও কলাবাগান।
মানিকগঞ্জ : পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঝড়ের কবলে পড়ে ডুবোচরে আটকে থাকা ফেরি শাহ আলী বুধবার বিকালেও উদ্ধার করা সম্ভব হয়নি। দৌলতদিয়া ঘাট থেকে প্রায় আড়াই কিলোমিটার ভাটিতে পাঁচ শতাধিক যাত্রীসহ ১৮টি যানবাহন নিয়ে ফেরিটি আটকে রয়েছে।

No comments:

Post a Comment