Thursday, June 12, 2014

পাকিস্তানে ড্রোন হামলায় ১৬ জন নিহত

পাকিস্তানে ড্রোন হামলায় ১৬ জন নিহত
অনলাইন ডেস্ক ১২ জুন :
প্রকাশ : ১২ জুন, ২০১৪

 ইসলামাবাদ: প্রায় ছয় মাস বন্ধ থাকার পরে পাকিস্তারের মাটিতে ফের ড্রোন আক্রমণ শুরু করল মার্কিন সেনা। বৃহস্পতিবার মধ্যরাতে উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে পরপর দু’টি ড্রোন আছড়ে পড়েছে। এদিনের আক্রমণে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে তিন জন জঙ্গি হলেও বাকিরা সাধারণ মানুষ বলে জানা গেছে। যদিও সরকারিভাবে এ সম্পর্কে কিছু জানানো হয়নি।
কয়েক দিন আগেই করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে জঙ্গি হামলায় ৩৭ জন নিহত হয়। এর রেশ ধরেই জঙ্গি নিধনে পাক ভূখণ্ডে ফের ড্রোন হামলা চালালো আমেরিকা। সূত্র: বিবিসি
- See more at: http://www.jugantor.com/international/2014/06/12/110708#sthash.sT8HWbBV.dpuf

No comments:

Post a Comment