Monday, June 9, 2014

দিল্লিতে আক্রান্ত তৃণমূলের মহিলা সাংসদ

দিল্লিতে আক্রান্ত তৃণমূলের মহিলা সাংসদ

renuka-sinha
এই সময় ডিজিটাল ডেস্ক: রাজধানীর আঁটোসাটো নিরাপত্তা বেষ্টনীর ভিতরেই ছিনতাইবাজের কবলে পড়লেন খোদ সাংসদ। দিল্লির বঙ্গ ভবনের সামনে গলা থেকে সোনার হার ছিনতাই হল কোচবিহারের তৃণমূল সাংসদ রেণুকা সিনহার।

শনিবার রাত ন'টায় বঙ্গ ভবন থেকে বেরনোর সময় ঘূণাক্ষরেও কোনও বিপদের আঁচ পাননি সাংসদ রেণুকাদেবী। কিন্তু দরজার বাইরে আসতেই তাঁর সামনে মোটরবাইকে হাজির হয় দুই আগন্তুক। বাইকটি সাংসদের পাশে এসে দাঁড়ায়। এরপর পিছনে বসা আরোহী আচমকা রেণুকাদেবীর গলা থেকে এক ঝটকায় সোনার হার ছিনিয়ে নেয়। কিছু বুঝে ওঠার আগেই ফের বাইকে চড়ে তারা।চম্পট দেয় ঘটনায় রেণুকাদেবীর গলার বেশ কিছু জায়গা ছড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। হার ছিনতাইয়ের পরে পুলিশে লিখিত অভিযোগ জানান রেণুকাদেবী। সেই অভিযোগের ভিত্তিতে একটি ছিনতাইয়ের মামলা দায়ের করেছে পুলিশ। তবে এখনও ধরা পড়েনি দুষ্কৃতীরা।

এদিকে, এদিনই তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন টুইট করেন, বঙ্গ ভবনে আপাতত ১২জন সাংসদ বসবাস করছেন। ভবনের বাইরে ২৪ ঘণ্টা পুলিশ ভ্যান মোতায়েন রাখা হয়েছে। তিনি জানিয়েছেন, ছিনতাইবাজের কবলে পড়ার আতঙ্ক কাটিয়ে আপাতত সুস্থ আছেন রেণুকাদেবী।

No comments:

Post a Comment