ব্রাজিলই চাপে থাকবে
প্রকাশ : ০৫ জুন, ২০১৪
শিরোপার অন্যতম বড় দাবিদার হিসেবে ব্রাজিলে যাচ্ছে আর্জেন্টিনা। ২৮ বছরের শিরোপাখরা ঘোচানোর চাপ নিয়েই খেলতে হবে মেসিদের। কিন্তু আর্জেন্টিনার মাঝমাঠের বড় ভরসা অ্যাঙ্গেল ডি মারিয়া বলছেন, তাদের চেয়ে অনেক বেশি চাপে থাকবে ব্রাজিল। স্বাগতিক হওয়ায় বিশ্বকাপ জেতার বাধ্যবাধকতা আছে সেলেকাওদের। সেই তুলনায় আর্জেন্টিনা নাকি অনেক নির্ভার হয়ে খেলতে পারবে! ডি মারিয়ার ব্যাখ্যাটা শুনুন, ‘বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে কনফেডারেশন্স কাপ জিতেছে ব্রাজিল। এজন্য তারা আত্মবিশ্বাসী থাকবে। কিন্তু আমাদের চেয়ে তাদের ওপর চাপ অনেক বেশি। সবাই জানে বিশ্বকাপ জেতা কোনো সহজ কাজ নয়। স্বাগতিক হওয়ায় তাদের কাছ থেকে শিরোপার বিকল্প কিছু আশা করছে না সমর্থকরা। অনেক বছর হয়ে গেছে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়নি বা ফাইনালে উঠতে পারেনি। কিন্তু এবার আমরা নির্ভার থাকতে পারি। কারণ আমরা জানি বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা আছে আমাদের। বিশ্বের সেরা ক্লাবগুলোর সেরা খেলোয়াড়রা আছে আমাদের দলে।’
ক্লাব ফুটবলে দারুণ এক মৌসুম শেষ করে দেশে ফিরেছেন ডি মারিয়া। রিয়াল মাদ্রিদের কিংস কাপ ও চ্যাম্পিয়ন্স লীগ জয়ে বড় অবদান ছিল তার। বিধ্বংসী ফর্মটা এবার জাতীয় দলের জার্সি গায়ে বিশ্বকাপে অনুদিত করতে চান ডি মারিয়া। বলেছেন, ‘মৌসুমটা দারুণ কেটেছে। আমি খুবই খুশি। এখন শুধু জাতীয় দল নিয়ে ভাবছি। আশা করি, বিশ্বকাপেও একইভাবে খেলতে পারব। লা-লীগা ও কিংস কাপে সব চেয়ে বেশি গোলে ভূমিকা রেখেছি। চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছি। নিঃসন্দেহে এটা আমার ক্যারিয়ারের সেরা বছর।’ ওয়েবসাইট।
No comments:
Post a Comment