শুভ মহরত! টাকা মিলবে এটিএম ছাড়াই
এই সময় ডিজিটাল ডেস্ক: এবার এটিএম ছাড়াও টাকা তোলা যাবে। এমনই ব্যবস্থা শুরু করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আশপাশে কোনও এটিএম না-পেলে হন্যে হয়ে ঘুরতে হবে না, বড় বা নামী দোকানে বিশেষ সোয়াইপ মেশিন থাকলে ১০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত নগদ অর্থ হাতে পাওয়া যাবে। স্টেট ব্যাঙ্ক এই স্কিমের নাম দিয়েছে ক্যাশ অ্যান্ড পশ।
ইতোমধ্যেই বেশ কয়েকটি বড় শহরে ক্যাশ অ্যান্ড পশ ব্যবস্থা লাগু হয়েছে। ছত্তিশগড়ের বিলাসপুরে এই ব্যবস্থা চালু হয়েছে। এসবিআই-এর এটিএম চ্যানেল ম্যানেজার কৃষ্ণ মূর্তি বলেন, গ্রাহকদের সুবিধার জন্য বিভিন্ন শহরে খুব শিগগির ক্যাশ অ্যান্ড পশ স্কিম চালু করা হবে। বড় দোকান থেকে এ ভাবে নগদ অর্থ পেতে পারবেন তাঁরা। তবে এই বিশেষ সোয়াইপ মেশিনটি গুটি কয়েক দোকানেই থাকবে।
জুলাই মাস থেকেই এই সুযোগের সদ্ব্যাবহার করতে পারবেন ব্যাঙ্কের গ্রাহকরা। পরিবর্তে মোট টাকার (যে অর্থটি দোকান থেকে তোলা হবে) এক শতাংশ সার্ভিস চার্জ হিসেবে দিতে হবে ব্যবহারকারীদের।
এই ব্যবস্থা চালু হওয়ায় সাধারণ মানুষ অনেকটা স্বস্তি পাবেন বলে ধারণা। এসবিআই-এর তরফে শিগগির শহরের বড় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে চুক্তি করা হবে। মলের দোকান ছাড়া, অন্যান্য বড় দোকান, যেখানে এসবিআই-এর সোয়াইপ মেশিন রয়েছে সেখানেও এই ব্যবস্থা চালু হবে।
ইতোমধ্যেই বেশ কয়েকটি বড় শহরে ক্যাশ অ্যান্ড পশ ব্যবস্থা লাগু হয়েছে। ছত্তিশগড়ের বিলাসপুরে এই ব্যবস্থা চালু হয়েছে। এসবিআই-এর এটিএম চ্যানেল ম্যানেজার কৃষ্ণ মূর্তি বলেন, গ্রাহকদের সুবিধার জন্য বিভিন্ন শহরে খুব শিগগির ক্যাশ অ্যান্ড পশ স্কিম চালু করা হবে। বড় দোকান থেকে এ ভাবে নগদ অর্থ পেতে পারবেন তাঁরা। তবে এই বিশেষ সোয়াইপ মেশিনটি গুটি কয়েক দোকানেই থাকবে।
জুলাই মাস থেকেই এই সুযোগের সদ্ব্যাবহার করতে পারবেন ব্যাঙ্কের গ্রাহকরা। পরিবর্তে মোট টাকার (যে অর্থটি দোকান থেকে তোলা হবে) এক শতাংশ সার্ভিস চার্জ হিসেবে দিতে হবে ব্যবহারকারীদের।
এই ব্যবস্থা চালু হওয়ায় সাধারণ মানুষ অনেকটা স্বস্তি পাবেন বলে ধারণা। এসবিআই-এর তরফে শিগগির শহরের বড় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে চুক্তি করা হবে। মলের দোকান ছাড়া, অন্যান্য বড় দোকান, যেখানে এসবিআই-এর সোয়াইপ মেশিন রয়েছে সেখানেও এই ব্যবস্থা চালু হবে।
No comments:
Post a Comment