Wednesday, June 4, 2014

১৯ দলে সাম্যবাদী দলের কেউ যাচ্ছেন না

১৯ দলে সাম্যবাদী দলের কেউ যাচ্ছেন না
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটে বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) কোন সদস্যই যোগ দিচ্ছেন না বলে জানিয়েছে বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতারা। আর যারা মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে দেখা করেছেন তারা সাম্যবাদী দলের কেউ নন বলেও সুস্পষ্ট জানানো হয়েছে। বুধবার সাম্যবাদী দলের এক সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা জানান।
দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, ৩ জুন সাম্যবাদী দলের নামে কয়েকজন লোক সাবেক প্রধানমন্ত্রী ও ১৯ দলের প্রধান খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন। তাদের সঙ্গে বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) কোন সাংগঠনিক ও রাজনৈতিক সম্পর্ক নেই।
এ সময় আরও বলা হয়, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) নির্বাচন কমিশনের নিবন্ধিত একটি রাজনৈতিক সংগঠন। যার নিবন্ধন নম্বর ৩। খালেদা জিয়া এরূপ নাম পরিচয়হীন ব্যক্তির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করে মূলত তাঁর রাজনৈতিক দেউলিয়াত্বেরই পরিচয় দিয়েছেন বলেও মন্তব্য করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
সম্মেলনে উপস্থিত ছিলেন পলিট ব্যুরো সদস্য আবু হামেদ সাহাবুদ্দিন, ধীরেন সিংহ, কেন্দ্রীয় সদস্য বাবুল বিশ্বাস, এম দেলোয়ার হোসেন, সুনীল শীল, সাইমুম হক আবদার, শামসুদ্দীন প্রমুখ। সাম্প্রতিক সময়ে দলের মধ্যে বিভাজন দেখা দেয়। দলের একটি পক্ষের দাবি ছিল সরকারের সঙ্গে জোটভুক্ত হয়ে রাজনীতি না করা। এছাড়াও বিগত সরকারের আমলে দলের বেশ কয়েকজন নেতাকর্মী দিলীপ বড়ুয়াকে মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলেন।
http://www.dailyjanakantha.com/news_view.php?nc=27&dd=2014-06-05&ni=175089

No comments:

Post a Comment