প্রীতির দাবির সায় নেই ফুটেজে
এই সময়, মুম্বই: সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও প্রীতি জিন্টার দাবির সপক্ষে তেমন কোনও তথ্যপ্রমাণ খুঁজে পেল না মুম্বই পুলিশ৷ ওই অভিনেত্রীর অভিযোগ ছিল, গত ৩০ মে আইপিএল ক্রিকেট ম্যাচ চলাকালীন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর সঙ্গে 'অভব্য' আচরণ করেন প্রাক্তন প্রেমিক নেস ওয়াদিয়া৷ কিন্ত্ত তদন্তকারী এক পুলিশ অফিসারের মন্তব্য, 'ওয়াদিয়া প্রীতিকে হেনস্থা করছেন, এমন কোনও দৃশ্য ফুটেজে নেই৷ আমরা তদন্তের পরিসর আরও বাড়াব৷' প্রীতি ও ওয়াদিয়া দু'জনেই বর্তমানে ক্রিকেট দল কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক৷
প্রীতির অভিযোগের সূত্রে পুলিশ শনিবার রাতেই দুই ব্যক্তির বয়ান নথিভুক্ত করেছে৷ সংশ্লিষ্ট এক পুলিশকর্মীর কথায়, 'ওই দু'জন ৩০ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামের গারওয়ারে প্যাভিলিয়নে বসেছিলেন৷ দুই প্রত্যক্ষদর্শীই জানিয়েছেন, সে দিন প্রীতির হাত ধরে টান মেরেছিলেন ওয়াদিয়া৷ তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছিল৷ কিন্ত্ত কেউই বলেননি যে, প্রীতির সম্ভ্রমহানি বা তাঁকে যৌন নিগ্রহ করা হয়েছিল৷ হাত টানা বা কড়া কথা বলাকে তো যৌন হেনস্থার পর্যায়ে ফেলা যায় না৷ অভিযুক্তের বিরুদ্ধে কোনও প্রমাণ না মিললে এই অভিযোগ বাতিল করা হবে৷' তবে ওই দুই প্রত্যক্ষদর্শীর পরিচয় জানাতে রাজি হয়নি পুলিশ৷
প্রীতি এখনও নিজের বয়ান নথিভুক্ত করাননি৷ আপাতত তিনি বিদেশে রয়েছেন৷ পুলিশ সূত্রে খবর, এ সপ্তাহের মাঝামাঝি নাগাদ বয়ান নেওয়ার জন্য ওয়াদিয়াকে ডেকে পাঠানো হবে৷ তবে চার্জশিট গঠন করার মতো কোনও তথ্য এখনও তদন্তকারীদের হাতে আসেনি৷ ওয়াদিয়া ও তাঁর মধ্যে যে ই-মেল চালাচালি হয়েছিল, প্রীতির কাছে সেগুলির প্রতিলিপি চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ৷
প্রীতির অভিযোগের সূত্রে পুলিশ শনিবার রাতেই দুই ব্যক্তির বয়ান নথিভুক্ত করেছে৷ সংশ্লিষ্ট এক পুলিশকর্মীর কথায়, 'ওই দু'জন ৩০ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামের গারওয়ারে প্যাভিলিয়নে বসেছিলেন৷ দুই প্রত্যক্ষদর্শীই জানিয়েছেন, সে দিন প্রীতির হাত ধরে টান মেরেছিলেন ওয়াদিয়া৷ তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছিল৷ কিন্ত্ত কেউই বলেননি যে, প্রীতির সম্ভ্রমহানি বা তাঁকে যৌন নিগ্রহ করা হয়েছিল৷ হাত টানা বা কড়া কথা বলাকে তো যৌন হেনস্থার পর্যায়ে ফেলা যায় না৷ অভিযুক্তের বিরুদ্ধে কোনও প্রমাণ না মিললে এই অভিযোগ বাতিল করা হবে৷' তবে ওই দুই প্রত্যক্ষদর্শীর পরিচয় জানাতে রাজি হয়নি পুলিশ৷
প্রীতি এখনও নিজের বয়ান নথিভুক্ত করাননি৷ আপাতত তিনি বিদেশে রয়েছেন৷ পুলিশ সূত্রে খবর, এ সপ্তাহের মাঝামাঝি নাগাদ বয়ান নেওয়ার জন্য ওয়াদিয়াকে ডেকে পাঠানো হবে৷ তবে চার্জশিট গঠন করার মতো কোনও তথ্য এখনও তদন্তকারীদের হাতে আসেনি৷ ওয়াদিয়া ও তাঁর মধ্যে যে ই-মেল চালাচালি হয়েছিল, প্রীতির কাছে সেগুলির প্রতিলিপি চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ৷
No comments:
Post a Comment