Monday, June 16, 2014

‘অভিনয় ত্রিপুরা’ এই মুহূর্তে গোটা উত্তর পূর্ব ভারত থেকে প্রকাশিত একমাত্র নিয়মিত সাময়িক পত্রিকা যার বিষয় শুধুই নাটক।

Sushanta Kar3:26pm Jun 15
‘অভিনয় ত্রিপুরা’ এই মুহূর্তে গোটা উত্তর পূর্ব ভারত থেকে প্রকাশিত একমাত্র নিয়মিত সাময়িক পত্রিকা যার বিষয় শুধুই নাটক।

এর আগে আর একটিই এমন কাগজের কথা আমরা জানি। ‘কুশিলব’। ২০০৭এ এটি শিলচর থেকে বেরিয়েছিল দীপেন্দু দাস এবং অমিতাভ দেব চৌধুরীর সম্পাদনাতে। সহযোগী সম্পাদক ছিলেন শেখর দেবরায়। কিন্তু এর ধারাবাহিকতা রক্ষা করা হয়ে উঠেনি। তার পরে থেকে, এই কাগজ ‘অভিনয় ত্রিপুরা।’বেরুচ্ছে গেল ছ’বছর ধরে। বর্তমান সংখ্যাটি ৬ষ্ঠ বর্ষ, ২য় সংখ্যা। অথবা জানুয়ারি-জুন ২০১৪ সংখ্যা। মুনমুন ঘটকের সম্পাদনাতে বেরোয় পশ্চিম ত্রিপুরার , দক্ষিণ বাধার ঘাট থেকে। নাটক যে অভিনয় করা বা দেখবার বাইরেও একটি সাহিত্যিক বিষয়, সাধারণত আমাদের সাহিত্যের কাগজগুলোও ভুলে থাকেন। তাই , নাটক প্রায়ই প্রকাশের মুখ দেখে না। উত্তর পূর্বাঞ্চলে বহু প্রতিভাবান নাট্যকার থাকা সত্ত্বেও করতে গেলে নাটক পাওয়া ভার হয়। অভিনয় ত্রিপুরা এই ঘরানা পালটে দিচ্ছে। নিয়মিত নাটক প্রকাশ করছে । যেমন এই সংখ্যাতে আছে কমল রায় চৌধুরী এবং রেমি ফানকনের লেখা দুটি নাটক। দ্বিতীয়টি এর জন্যেও গুরুত্বপূর্ণ যে মূলে এটি খাসি । খাসিয়া স্বাধীনতা যোদ্ধা তিরৎ সিংহের বিদ্রোহের উপরে ভিত্তি করে লেখা একটি ঐতিহাসিক নাটকের বাংলা অনুবাদ করেছেন অসমের কবি গায়ক জ্যোতিষ কুমার দেব। ...১৬০ পৃষ্ঠার বর্তমান সংখ্যার পুরোটাই এখানে পড়তে পারবেন।.

No comments:

Post a Comment