Sunday, June 15, 2014

প্রীতি-নেস কাজিয়ায় মিলল ২ সাক্ষীর বয়ান

প্রীতি-নেস কাজিয়ায় মিলল ২ সাক্ষীর বয়ান

duet1
এই সময় ডিজিটাল ডেস্ক: গত ৩০ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রীতি জিন্টা এবং তাঁর প্রাক্তন প্রেমিক নেস ওয়াদিয়ার মধ্যে কাজিয়ার দুই সাক্ষীর বয়ান নথিভুক্ত করল পুলিশ। তবে তদন্তের স্বার্থে তাঁদের নাম গোপন রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার আইপিএল ক্রিকেট দল কিংস ইলেভেন পঞ্জাবে তাঁর পার্টনার তথা প্রাক্তন প্রেমিক শিল্পপতি নেস ওয়াদিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানি, নিগ্রহ ও হুমকির অভিযোগ জানিয়ে একটি আবেদনপত্র জমা দেন অভিনেত্রী প্রীতি জিন্টা। শুক্রবার ওই আবেদনপত্রই এফআইআর হিসেবে গ্রহণ করে মেরিন ড্রাইভ থানার পুলিশ। প্রীতির অভিযোগ, ৩০ মে চেন্নাই সুপার কিংস-এর বিরুদ্ধে তাঁদের দলের ম্যাচ চলাকালীন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের গারওয়ারে প্যাভিলিয়নে খেলোয়াড় ও দলের অন্যান্য কর্মীদের সামনেই অশ্লীল ভাষায় তাঁকে গালিগালাজ করেন নেস। শুধু তাই নয়, তাঁকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও জানিয়েছেন অভিনেত্রী।

অভিযোগের ভিত্তিতে সেদিন ঘটনাস্থলে উপস্থিত দুই ব্যক্তিকে শনিবার রাতে জেরা করে পুলিশ। তদন্তের কারণে তাঁদের পরিচয় গোপন রাখা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগকারী প্রীতি জিন্টার বয়ানও নথিভুক্ত করা হবে বলে পুলিশ সূত্রে খবর। তবে এই মুহূর্তে তিনি দেশের বাইরে থাকায় তা করা যায়নি। অভিযোগের সমস্ত বিষয়বস্তু খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তদন্তের দায়িত্বে থাকা এক আধিকারিক।

অভিযোগপত্রে প্রীতি জানিয়েছেন, ১০ বছর ধরে নেস ওয়াদিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ২ বছর আগেই ভেঙে গিয়েছে। তবে এর পরও তাঁরা কিংস ইলেভেনের যৌথ মালিক হিসেবে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছিলেন। কিন্তু ক্রিকেট দল বাছাইয়ের জন্য নিলামের সময় দু'জনের বিরোধ প্রকাশ্যে আসে। অভিযোগ, ওই দিন প্রীতিকে 'সামান্য অভিনেত্রী' বলে অপমান করেন নেস। শুধু তাই নয়, তিনি জোর গলায় জানিয়ে দেন যে দল পরিচালনার ব্যাপারে ওয়াদিয়া গ্রুপের সিদ্ধান্তই প্রধান, যৌথ মালিকানা থাকা সত্ত্বেও প্রীতির ভূমিকা গৌণ। এর পর থেকে প্রীতি ও নেসের মধ্যে ব্যবসায়িক সম্পর্কেও চিড় ধরে। প্রীতির দাবি, এই ঘটনার জেরেই ম্যাচের মাঝে ভরা স্টেডিয়ামে তাঁর উপর চড়াও হন নেস।

পুলিশ সূত্রে খবর, প্রীতির বয়ান পাওয়ার পর তাঁর ও নেস ওয়াদিয়ার মধ্যে বিনিময় করা যাবতীয় ই মেলের কপিও খতিয়ে দেখা হবে। তা ছাড়া জেরা করা হবে নেস ওয়াদিয়েকেও।

No comments:

Post a Comment