Sunday, June 15, 2014

অর্থনীতির স্বার্থে কড়া দাওয়াইয়ের পথে মোদী

অর্থনীতির স্বার্থে কড়া দাওয়াইয়ের পথে মোদী

nation-modi
আইএনএস বিক্রমাদিত্যে প্রধানমন্ত্রী।—পিটিআই।
পানাজি: দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে 'কড়া' পদক্ষেপ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ শনিবার গোয়ায় বিজেপির এক কর্মীসভায় মোদী বলেন, 'পূর্বতন সরকার যখন সব ক্ষেত্রেই ভাঁড়ার শূণ্য করে গিয়েছে, সে সময়েই আমি দেশের শাসনভার নিয়েছি৷ আগামী এক-দুই বছরের মধ্যে কিছু কঠিন সিদ্ধান্ত ও কড়া পদক্ষেপ আমরা করব, যেটা সকলের ভালো না-ও লাগতে পারে৷ কিন্ত্ত দেশের অর্থনৈতিক স্বাস্থ্য আর আত্মবিশ্বাস ফেরাতে এই আর্থিক নিয়মশৃঙ্খলা জারি করাটা অপরিহার্য৷ দেশবাসী যে ভালোবাসা আমায় দিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে তাতে আঁচড় পড়তে পারে৷ কিন্ত্ত এর সুফলগুলি দেখার পর সেই ভালোবাসা ফিরে আসবে৷'

পাশাপাশি, ভারতের বৃহত্তম যুদ্ধজাহাজ আইএনএস বিক্রমাদিত্যকে এ দিন জাতির উদ্দেশ্যে উত্‍সর্গ করেন প্রধানমন্ত্রী৷ গোয়ার উপকূলে বন্দর করা এই জাহাজটি নিজে ঘুরে দেখেন তিনি৷ বলেন, 'এটা আমার খুবই গর্ব এবং আনন্দের ব্যাপার যে আইএনএস বিক্রমাদিত্য আজ নৌবাহিনীতে আনুষ্ঠানিক ভাবে যুক্ত হল৷ এটা ঐতিহাসিক পদক্ষেপ৷ প্রতিরক্ষার সামগ্রী তৈরির ব্যাপারে আমাদের স্বনির্ভর হতে হবে৷' -পিটিআই 

No comments:

Post a Comment