রাজ্যে পেট্রোকেম হাব তৈরির ভাবনা কেন্দ্রের
নয়াদিল্লি: বাংলাকে 'বঞ্চনা' নয়, বরং উন্নয়নের প্রশ্নে এ রাজ্যের পাশেই থাকবে নতুন কেন্দ্রীয় সরকার৷ দেশে তিনটি নতুন পেট্রোকেমিক্যাল হাব গড়তে চায় কেন্দ্রীয় সরকার৷ এর মধ্যে একটি হবে পশ্চিমবঙ্গে৷ সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে এই তিন পেট্রোকেমিক্যাল হাব হবে কর্নাটক, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে৷ দেশে আরও পেট্রোলিয়াম, কেমিক্যালস এবং পেট্রোকেমিক্যাল ইনভেস্টমেন্ট রিজিওন বা পিসিপিআইআর গড়ে তুলতে বাংলাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এনডিএ সরকার৷
সোমবারই বাজেট পূর্ববর্তী বৈঠকে অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছে তিন বছরের জন্য সুদ মকুবের আর্জি জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র৷ ওয়াকিবহাল মহলের মত, এ রাজ্যে বিজেপির শক্তি বাড়াতে হয়তো সুদ মকুবের আর্জি মানলেও মানতে পারে মোদী সরকার৷ পাশাপাশি রাজ্যে পেট্রোকেমিক্যাল হাব গঠনের প্রস্তাব দিয়ে রাজ্যবাসীর কাছে এই বার্তাও পৌঁছে দেওয়া হবে, রাজ্যে শিল্পোন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারও যথেষ্ট তত্পর৷
পিসিপিআইআর গড়তে সাধারণত ২৫০ বর্গকিলোমিটার জায়গা প্রয়োজন৷ যেখানে ঘরোয়া বাজারের জন্য উত্পাদনও হবে এবং রপ্তানির সুবিধাও থাকবে৷ ২০০৯-এর ফেব্রুয়ারি মাসে হলদিয়া এবং নয়াচর অঞ্চলে পিসিপিআইআর গড়ে তোলার অনুমতি দেয় অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি৷ কিন্ত্ত ২০১২ সালের অক্টোবরে ওই কমিটি জানায়, রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পিসিপিআইআরের কাজ স্থগিত হয়ে গিয়েছে৷ ২০১১ সালে রাজ্য বিধানসভার নির্বাচনী প্রতিশ্রুতিতে হলদিয়া-নয়াচরের পেট্রোকেমিক্যাল হাব প্রকল্প বন্ধ করার কথা বলেছিল তৃণমূল৷ সেই মতো, ২০১২-র ফেব্রুয়ারি মাসে হলদিয়া-নয়াচরে পিসিপিআইআর-এর বদলে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ইকো-ট্যুরিজম এবং বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র গড়ার প্রস্তাব দেয় রাজ্য সরকার৷
২০০৭ সালে কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটিদেশে চারটি পেট্রোকেমিক্যাল হাব তৈরির প্রস্তাব দেয়৷ এগুলি হল গুজরাটের দহেজে, ওডিশার পারাদ্বীপে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম-কাকিনাড়ে এবং তামিলনাড়ুর কুড্ডালোর-নাগাপাট্টিনামে৷ গুজরাট এবং ওডিশার পেট্রোকেমিক্যাল প্রকল্পের কাজ প্রায় শেষ হয়ে এসেছে৷ গুজরাটে প্রকল্প তৈরির বরাত পেয়েছে ওএনজিসির সংস্থা ওপাল৷ ওডিশায় কাজ করছে ইন্ডিয়ান অয়েল৷ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে কাজ করছে যথাক্রমে এইচপিসিএল এবং নাগার্জুন অয়েল৷ এই চার প্রকল্পে মোট ৭.৬২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে৷ সাধারণত পেট্রোকেমিক্যাল প্রকল্প অঞ্চলের রেল-সড়ক-বিমান-বন্দর প্রভৃতি যোগাযোগ ব্যবস্থা তৈরি করে কেন্দ্রীয় ও রাজ্য সরকার৷ কিন্ত্ত অন্দরের পরিকাঠামো তৈরি করার জন্য ডেভেলপারদের বরাত দেওয়া হয়৷
নয়াদিল্লি: বাংলাকে 'বঞ্চনা' নয়, বরং উন্নয়নের প্রশ্নে এ রাজ্যের পাশেই থাকবে নতুন কেন্দ্রীয় সরকার৷ দেশে তিনটি নতুন পেট্রোকেমিক্যাল হাব গড়তে চায় কেন্দ্রীয় সরকার৷ এর মধ্যে একটি হবে পশ্চিমবঙ্গে৷ সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে এই তিন পেট্রোকেমিক্যাল হাব হবে কর্নাটক, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে৷ দেশে আরও পেট্রোলিয়াম, কেমিক্যালস এবং পেট্রোকেমিক্যাল ইনভেস্টমেন্ট রিজিওন বা পিসিপিআইআর গড়ে তুলতে বাংলাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এনডিএ সরকার৷
সোমবারই বাজেট পূর্ববর্তী বৈঠকে অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছে তিন বছরের জন্য সুদ মকুবের আর্জি জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র৷ ওয়াকিবহাল মহলের মত, এ রাজ্যে বিজেপির শক্তি বাড়াতে হয়তো সুদ মকুবের আর্জি মানলেও মানতে পারে মোদী সরকার৷ পাশাপাশি রাজ্যে পেট্রোকেমিক্যাল হাব গঠনের প্রস্তাব দিয়ে রাজ্যবাসীর কাছে এই বার্তাও পৌঁছে দেওয়া হবে, রাজ্যে শিল্পোন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারও যথেষ্ট তত্পর৷
পিসিপিআইআর গড়তে সাধারণত ২৫০ বর্গকিলোমিটার জায়গা প্রয়োজন৷ যেখানে ঘরোয়া বাজারের জন্য উত্পাদনও হবে এবং রপ্তানির সুবিধাও থাকবে৷ ২০০৯-এর ফেব্রুয়ারি মাসে হলদিয়া এবং নয়াচর অঞ্চলে পিসিপিআইআর গড়ে তোলার অনুমতি দেয় অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি৷ কিন্ত্ত ২০১২ সালের অক্টোবরে ওই কমিটি জানায়, রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পিসিপিআইআরের কাজ স্থগিত হয়ে গিয়েছে৷ ২০১১ সালে রাজ্য বিধানসভার নির্বাচনী প্রতিশ্রুতিতে হলদিয়া-নয়াচরের পেট্রোকেমিক্যাল হাব প্রকল্প বন্ধ করার কথা বলেছিল তৃণমূল৷ সেই মতো, ২০১২-র ফেব্রুয়ারি মাসে হলদিয়া-নয়াচরে পিসিপিআইআর-এর বদলে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ইকো-ট্যুরিজম এবং বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র গড়ার প্রস্তাব দেয় রাজ্য সরকার৷
২০০৭ সালে কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটিদেশে চারটি পেট্রোকেমিক্যাল হাব তৈরির প্রস্তাব দেয়৷ এগুলি হল গুজরাটের দহেজে, ওডিশার পারাদ্বীপে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম-কাকিনাড়ে এবং তামিলনাড়ুর কুড্ডালোর-নাগাপাট্টিনামে৷ গুজরাট এবং ওডিশার পেট্রোকেমিক্যাল প্রকল্পের কাজ প্রায় শেষ হয়ে এসেছে৷ গুজরাটে প্রকল্প তৈরির বরাত পেয়েছে ওএনজিসির সংস্থা ওপাল৷ ওডিশায় কাজ করছে ইন্ডিয়ান অয়েল৷ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে কাজ করছে যথাক্রমে এইচপিসিএল এবং নাগার্জুন অয়েল৷ এই চার প্রকল্পে মোট ৭.৬২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে৷ সাধারণত পেট্রোকেমিক্যাল প্রকল্প অঞ্চলের রেল-সড়ক-বিমান-বন্দর প্রভৃতি যোগাযোগ ব্যবস্থা তৈরি করে কেন্দ্রীয় ও রাজ্য সরকার৷ কিন্ত্ত অন্দরের পরিকাঠামো তৈরি করার জন্য ডেভেলপারদের বরাত দেওয়া হয়৷
No comments:
Post a Comment