Sunday, June 1, 2014

স্পেনের সামনে ইতিহাসের হাতছানি

স্পেনের সামনে ইতিহাসের হাতছানি
স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বফুটবলের সেরা দল ব্রাজিল। পরিসংখ্যানই তার প্রমাণ। সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন তাঁরা। একমাত্র দল হিসেবে গড়েছে টানা দুইবার বিশ্বকাপ জয়ের অবিস্মরণীয় কীর্তিও। কিন্তু পেলে-রোনাল্ডো বিহীন এখনকার ব্রাজিল যেন কিছুটা নিষ্প্রভই। এক যুগ ধরে শিরোপার দেখা মিলছে ব্রাজিলিয়ানদের!
এই সুযোগে পাদপ্রদীপের আলোয় স্পেন। ফুটবলবিশ্বে এখন বইছে লাল-উৎসবের হাওয়া। গত কয়েক বছর ধরে এককভাবেই রাজত্ব করছে লা রোজারা। ২০০৮ সালে দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার মুকুট পড়ে স্পেন। ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা। ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুট পরেই ২০১০ সালে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে ভিসেন্তে দেল বস্কের দল। আর প্রথমবার ফাইনালে উঠেই বাজিমাত করে স্প্যানিয়ার্ডরা। দক্ষিণ আফ্রিকার সরকার সিটি স্টেডিয়ামে হল্যান্ডসকে হারিয়ে স্বপ্নের ফাইনাল জিতে স্পেন। এর দুই বছর পর উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও অসাধারণ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখে জাভি-ইনিয়েস্তারা। টুর্নামেন্টের ফাইনালে ইতালিকে রীতিমতো উড়িয়ে দিয়েই টানা দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরে লা রোজারা। সেইসঙ্গে একমাত্র দল হিসেবে গড়ে ইউরো বিশ্বকাপ ইউরো জয়ের বিস্ময়কর কীর্তি।
আগামী সপ্তাহেই শুরু হচ্ছে ফুটবলের মহাযজ্ঞ বিশ্বকাপ। ১৯৫০ সালের পর দ্বিতীয়বারের মতো এবারের আয়োজক ব্রাজিল। শৈল্পিক ফুটবলের দেশ ব্রাজিলেও ফেভারিটের তকমাটা গায়ে মাখানো স্পেনের। ১৯৬২ সালের ব্রাজিলের পর এবার স্পেনের সামনেও টানা দুইবার বিশ্বকাপ জয়ের হাতছানি। শনিবার ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। চমক হিসেবে ইনজুরি থাকা সত্ত্বেও দলে রেখেছেন ডিয়েগো কষ্টাকে। চেলসির ফার্নান্ডো টোরেস এবং এ্যাটলেটিকো মাদ্রিদের ডেভিড ভিয়াকেও রেখেছেন আক্রমণভাগের সেরা শক্তি হিসেবে। বিশ্বফুটবলে যে ক’জন গোলরক্ষক রয়েছেন তাদের মধ্যে অন্যতম ইকার ক্যাসিয়াস। রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলারই ব্রাজিল বিশ্বকাপে ভিসেন্তে দেল বস্কের প্রথম পছন্দ। সার্জিও রামোস-জেরার্ড পিকে আছেন রক্ষণভাগের সেরা সৈনিক হিসেবে। মাঝমাঠের প্রাণভোমরা জাভি হার্নান্দেজ-আন্দ্রেস ইনিয়েস্তা-জাভি এ্যালানসো তো রয়েছেনই দেল বস্কের ভরসার প্রতীক হয়ে।
বিশ্বকাপ শুরুর ১১ দিন বাকি। কিন্তু বর্তমান চ্যাম্পিয়নদের কোচ ভিসেন্তে দেল বস্কের ভাবনায় কেবল কষ্টার ইনজুরিই। এ ছাড়া দল নিয়ে কোন ধরনের সমস্যা নেই লা রোজাদের। শুধু দেল বস্ক নয় ডিয়েগো কষ্টাকে নিয়ে চিন্তিত খোদ ব্রাজিল বিশ্বকাপের আয়োজকরাও। কেননা ব্রাজিল বংশোদ্ভূত এ্যাটলেটিকো মাদ্রিদের এই তারকা ফুটবলার এ বছরেই যে স্পেনের নাগরিকত্ব গ্রহণ করেছেন। আর খেলতে যাচ্ছেন নিজের দেশের মাটিতে। এমনকি তাকে ব্রাজিলের বিপক্ষেও খেলতে হতে পারে। তাই তাঁকে নিয়ে বেশ সতর্ক ২০১৪ বিশ্বকাপের আয়োজক কর্তৃপক্ষ। যে কারণে ব্রাজিলে ডিয়েগো কষ্টার জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেবে। তবে বিশ্বকাপে ডিয়েগো কষ্টা তাঁর সেরাটাই ঢেলে দিতে প্রস্তুত। তাঁর ইঙ্গিত আরও আগেই দিয়ে রেখেছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। স্পেনের জাতীয় দলে খেলানোর টিকেট পাওয়ার আগেই তিনি বলেছিলেন, ‘যখন থেকেই আমি স্পেনের আগ্রহ দেখতে পাই তখন থেকেই তাদের দলে খেলার কথা ভাবতে শুরু করি। আর করবই না কেন?। বিশ্বচ্যাম্পিয়নদের দলের হয়ে খেলার সুযোগ পাওয়াটাই তো আমার জন্য অনেক সম্মানের। ভিসেন্তে দেল বস্ক আমার কাছে খুবই পরিষ্কার। তিনি আমার সঙ্গে কোনভাবেই প্রতিজ্ঞাবদ্ধ নয় আমিও কোন কিছু চাই না। আমি অর্জন করে নিতে চাই। আমি তাঁকে বলেছিলাম যদি কোন ধরনের সমস্যা সৃষ্টি হয় তাহলে আমি যোগ দেব না।’
ব্রাজিল বিশ্বকাপে কেমন খেলবে স্পেন। তার ব্যাখ্যা দিয়েছেন, জাভি হার্নান্দেজও, ‘টুর্নামেন্টে আমাদের গ্রুপটা সবচেয়ে কঠিন। তবে বিশ্বকাপে খেলাটা যে সব সময়ই কঠিন সেটাও আমাদের জানা।’
এবার প্রতিপক্ষকে হুমকিটা দিয়ে রাখলেন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের নায়ক আন্দ্রেস ইনিয়েস্তাও। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা এখন ভিন্ন একটি ধাপে, মুহূর্তটাও অন্যরকম। কিন্তু যেটা এখনও পরিবর্তন হয়নি সেটা হলো ভাল করার প্রতিজ্ঞা।’ শুধু ইউরো-বিশ্বকাপ-ইউরো জিতেই থেমে থাকেনি ভিসেন্তে দেল বস্কের দল। গত বছর বিশ্বকাপের মহড়া হিসেবে খ্যাত ফিফা কনফেডারেশন্স কাপেও নিজেদের জাত চিনিয়েছেন তারা। টুর্নামেন্টের শুরু থেকেই অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে ফিফা কনফেডারেশন্স কাপের ফাইনালে উঠে ভিসেন্দে দেল বস্কের শিষ্যরা। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়েই স্বাগতিক ব্রাজিলের কাছে পরাজয় মানে তারা। থেমে যায় লা রোজাদের জয়রথ। তবে ফিফা কনফেডারেশন্স কাপে হার মানলেও স্পেনের অনুপ্রেরণা দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের শিরোপা। আর এ শক্তিকে পুঁজি করেই ব্রাজিল বিশ্বকাপে জ্বলে উঠার প্রত্যয় স্প্যানিয়ার্ডদের। আন্দ্রেস ইনিয়েস্তাও বললেন সে কথা। এ বিষয়ে বার্সিলোনার এই তারকা ফুটবলারের অভিমত, ‘এবার আমাদের কাঁধে অতিরিক্ত দায়িত্ব। আমরাই বর্তমান চ্যাম্পিয়ন এবং আমরা ভাল করার প্রত্যয় নিয়েই ব্রাজিলে যাচ্ছি।’
http://www.dailyjanakantha.com/news_view.php?nc=11&dd=2014-06-02&ni=174785

No comments:

Post a Comment