ভাটি অসমের ভাষা আন্দোলনের দিন থেকে বডো আন্দোলনের শুরু অব্দি জাতি দাঙ্গা, জাতি বিদ্বেষের রাজনীতিতে বিপন্ন মানবতা , বিশেষ করে নারী এবং শিশুদের গল্প অরূপা পটঙ্গিয়া কলিতার উপন্যাস 'ফেলানি'। আমার করা বাংলা অনুবাদ আগামী জুন , ২০১৪ সংখ্যা থেকে ধারাবাহিক প্রকাশ পাচ্ছে অসমের অন্যতম মাসিক বাংলা কাগজ ব্যতিক্রমে।

No comments:
Post a Comment