Friday, June 27, 2014

'অভিশপ্ত' স্মৃতি: মাকে বলেছিল, আমায় মেরে ফেলতে

'অভিশপ্ত' স্মৃতি: মাকে বলেছিল, আমায় মেরে ফেলতে

smritiirani
এই সময় ডিজিটাল ডেস্ক: তিনি আজ বেঁচে আছেন শুধুমাত্র তাঁর মায়ের মনে জোরের জন্যে। নইলে জন্মের মুহূর্তে তিনিও হয়তো প্রাণ হারাতেন কেবল মেয়ে হওয়ার অপরাধে। হ্যাঁ, এমনটাই বললেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি।

'জীবনে প্রথম একান্ত ব্যক্তিগত এই কথা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমার জন্মের পরেই এক নিকট আত্মীয় আমার মাকে বলেছিলেন, মেয়ে হয়েছে মানেই জীবনের বোঝা বেড়েছে। সেই বোঝা ঘাড় থেকে নামানোর জন্যে তিনি আমার মাকে পরামর্শ দিয়েছিলেন যাতে সদ্যজাত কন্যা সন্তানকে মেরে ফেলা হয়। কিন্তু সেদিন আমার মা তাঁর সু-পরামর্শ কানে নেননি। আর তাই আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। ' কন্যাভ্রুণ হত্যার ঘৃণ্য রীতি নিয়ে কথা বলতে গিয়েই তিনি ভাগ করে নেন ব্যক্তিগত অভিজ্ঞতা। তিনি বলেন এই মানসিকতার থেকে বেরিয়ে আসার জন্যে শিক্ষার দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে কারণ অশিক্ষাই এই কুসংস্কারের জন্যে দায়ী। যে কোনও সমাজকে আরও বেশি করে উন্নত করার জন্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল নারী শিক্ষা। তিনি এও বলেন যে শিক্ষা ক্ষেত্রে সমতা যাতে বজায় থাকে সেই দিকে বিশেষ নজর দেবে ন্যাশনাল এডুকেশন পলিসি।

No comments:

Post a Comment