দিল্লি যাবেন না মমতা, রাখবেন না প্রত্যাশাও
সঞ্জয় চক্রবর্তী
শিলিগুড়ি: অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা দিল্লি দৌড়তে শুরু করলেও আপাতত সেই পথ মারাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়৷ বরং কেন্দ্রের কাছে তাঁর কোন প্রত্যাশা নেই বলে সোমবার ঘোষণা করলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী৷ যদিও তাঁর প্রতিনিধি হিসাবে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন৷ কিন্ত্ত লোকসভা নির্বাচনের প্রচারপর্বে নরেন্দ্র মোদীর সঙ্গে তিক্ততা চরমে ওঠার পর তাঁর সঙ্গে সরাসরি সাক্ষাত্ মমতা এড়াতে চাইছেন বলেই এ দিন ইঙ্গিত মিলেছে৷ এ দিনই দিল্লিতে মোদীর সঙ্গে দেখা করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক৷ তিনি তাঁর রাজ্যের জন্য বিশেষ মর্যাদা দাবি করেছেন৷ বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কর্মসূচি আছে তামিলনাডুর মুখ্যমন্ত্রী জয়ললিতারও৷ সেই পরিপ্রেক্ষিতে কিন্ত্ত কেন্দ্রীয় সরকারের কাছে কোন দাবি জানাচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ শিলিগুড়িকে কেন্দ্র করে নেপাল -ভুটান -বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী সড়ক নির্মাণকে কেন্দ্র করে কেন্দ্রীয় সাহায্যের প্রসঙ্গ ওঠায় সোমবার তিনি বলেন, 'আমাদের কোনও প্রত্যাশা নেই৷ আমাদের প্রত্যাশা কেবল মানুষের কাছে৷ আমাদের এমপিরা তো রয়েছেন৷ মনে রাখবেন লোকসভায় আমাদের ৩৪ জন আর রাজ্যসভায় ১২ জন এমপি রয়েছেন৷ তাঁরা দিল্লি যাচ্ছেন৷' লোকসভা নির্বাচনে ৩৪টি আসনে জয়ী হলেও সর্বভারতীয় রাজনীতিতে কোন ছাপ ফেলতে পারেনি তৃণমূল৷ উল্টে দিল্লিতে বিজেপি একক ভাবে সরকার গড়ায় তিনি যে চাপে পড়ে গিয়েছেন, তা মুখ্যমন্ত্রীর হাবেভাবে স্পষ্ট হয়ে ওঠে৷ প্রায় ১,৪৪০ কোটি টাকা ব্যয়ে নেপাল-ভুটান ও বাংলাদেশের সঙ্গে সংযোগ রক্ষাকারী সড়ক তৈরির জন্য রাজ্যের তরফে সমীক্ষা করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান৷ ওই প্রকল্পে কেন্দ্রীয় অর্থ সহায়তার কথা জানতে চাইলে তিনি বলেন, 'নেপাল -ভুটান আমাদের প্রতিবেশী দেশ৷ এই ধরনের প্রকল্পে কেন্দ্র এবং রাজ্য, সবাইকে সমান দায়িত্ব নিয়েই কাজ করতে হবে৷' দার্জিলিং লোকসভা আসনে ভোটের ফল নিয়ে নিজের অভিমানও এ দিন উগরে দিয়েছেন মমতা৷ ওই নির্বাচনের পর সোমবারই প্রথম উত্তরবঙ্গে এসেছেন তিনি৷ শিলিগুড়ির কাছে রাজ্য সরকারের উত্তরবঙ্গ সচিবালয় 'উত্তরকন্যায়' প্রশাসনিক বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, 'পাহাড়ে ভোটের ফলে আমার অভিমান থাকতে পারে, তবে রাগ নেই৷ দার্জিলিংয়ে আমাদের প্রার্থী ৯১ হাজার ভোট পেয়েছে৷ শিলিগুড়িতে মানুষ যা ভাল বুঝেছেন, করেছেন৷ আমার কিছু বলার নেই৷ তবে দেখতে হবে কেউ যাতে জাতীয় সংহতি নষ্ট করার সুযোগ না পান৷' মোর্চার সঙ্গে জোট না গড়ায় পাহাড়ে মাসুল গুনতে হয়েছে তৃণমূলকে৷ এই আসনে প্রায় ২ লক্ষ ভোটে তৃণমূল হেরে গিয়েছে৷ অন্য দিকে, মোর্চার সঙ্গে জোট গড়ে আসনটি বিজেপি ফের জিতে নিয়েছে৷ উত্তরকন্যায় এ দিনের প্রশাসনিক বৈঠকে কোচবিহার, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার আধিকারিকদের নানা সরকারি প্রকল্প নিয়ে চেপে ধরেন৷ সরকারি প্রকল্প রূপায়ণে কোচবিহার পিছিয়ে রয়েছে বলে জানিয়ে দেন৷ তবে একশো দিনের কাজ প্রকল্পে কালিম্পং মহকুমা এবং কোচবিহারের হলদিবাড়ি ব্লকের প্রশংসা করেন৷
আলিপুরদুয়ার মহকুমাকে জেলা ঘোষণা যে এখনই সম্ভব হচ্ছে না, তা স্পষ্ট করে দেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, 'আলিপুরদুয়ারকে জেলা ঘোষণার সম্ভাবনা নিয়ে বিচার বিভাগ একটি রিপোর্ট তৈরি করছে৷ ওই রিপোর্ট পেলেই রাজ্য সরকার জেলা ঘোষণা করতে পারে৷' তবে ছিটমহল নিয়ে আশাব্যঞ্জক কথা শুনিয়েছেন মমতা৷ তিনি বলেন, 'যে সব ছিটমহল নিয়ে কোনও সমস্যা নেই, সেগুলির বিনিময় করা যেতেই পারে৷ এ ব্যাপারে একটি রিপোর্ট পেয়েছি৷ এখন বিনিময়ের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে৷' উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চিকিত্সকদের বিরুদ্ধে এ দিনের বৈঠকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ ওই চিকিত্সকরা ওষুধের জেনেরিক নাম না লেখায় মেডিক্যাল কলেজটি ফেয়ার প্রাইস শপ চলছে না বলে তাঁর অভিযোগ৷ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বৈঠকে বলেন, 'যাঁরা এমন করছেন তাঁদের বিরুদ্ধে তদন্ত করুন৷ নামের তালিকা তৈরি করুন৷ এমন জায়গায় বদলির ব্যবস্থা করুন, যেখানে এই ধরনের কাজ করার প্রয়োজন না হয়৷'
শিলিগুড়ি: অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা দিল্লি দৌড়তে শুরু করলেও আপাতত সেই পথ মারাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়৷ বরং কেন্দ্রের কাছে তাঁর কোন প্রত্যাশা নেই বলে সোমবার ঘোষণা করলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী৷ যদিও তাঁর প্রতিনিধি হিসাবে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন৷ কিন্ত্ত লোকসভা নির্বাচনের প্রচারপর্বে নরেন্দ্র মোদীর সঙ্গে তিক্ততা চরমে ওঠার পর তাঁর সঙ্গে সরাসরি সাক্ষাত্ মমতা এড়াতে চাইছেন বলেই এ দিন ইঙ্গিত মিলেছে৷ এ দিনই দিল্লিতে মোদীর সঙ্গে দেখা করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক৷ তিনি তাঁর রাজ্যের জন্য বিশেষ মর্যাদা দাবি করেছেন৷ বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কর্মসূচি আছে তামিলনাডুর মুখ্যমন্ত্রী জয়ললিতারও৷ সেই পরিপ্রেক্ষিতে কিন্ত্ত কেন্দ্রীয় সরকারের কাছে কোন দাবি জানাচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ শিলিগুড়িকে কেন্দ্র করে নেপাল -ভুটান -বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী সড়ক নির্মাণকে কেন্দ্র করে কেন্দ্রীয় সাহায্যের প্রসঙ্গ ওঠায় সোমবার তিনি বলেন, 'আমাদের কোনও প্রত্যাশা নেই৷ আমাদের প্রত্যাশা কেবল মানুষের কাছে৷ আমাদের এমপিরা তো রয়েছেন৷ মনে রাখবেন লোকসভায় আমাদের ৩৪ জন আর রাজ্যসভায় ১২ জন এমপি রয়েছেন৷ তাঁরা দিল্লি যাচ্ছেন৷' লোকসভা নির্বাচনে ৩৪টি আসনে জয়ী হলেও সর্বভারতীয় রাজনীতিতে কোন ছাপ ফেলতে পারেনি তৃণমূল৷ উল্টে দিল্লিতে বিজেপি একক ভাবে সরকার গড়ায় তিনি যে চাপে পড়ে গিয়েছেন, তা মুখ্যমন্ত্রীর হাবেভাবে স্পষ্ট হয়ে ওঠে৷ প্রায় ১,৪৪০ কোটি টাকা ব্যয়ে নেপাল-ভুটান ও বাংলাদেশের সঙ্গে সংযোগ রক্ষাকারী সড়ক তৈরির জন্য রাজ্যের তরফে সমীক্ষা করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান৷ ওই প্রকল্পে কেন্দ্রীয় অর্থ সহায়তার কথা জানতে চাইলে তিনি বলেন, 'নেপাল -ভুটান আমাদের প্রতিবেশী দেশ৷ এই ধরনের প্রকল্পে কেন্দ্র এবং রাজ্য, সবাইকে সমান দায়িত্ব নিয়েই কাজ করতে হবে৷' দার্জিলিং লোকসভা আসনে ভোটের ফল নিয়ে নিজের অভিমানও এ দিন উগরে দিয়েছেন মমতা৷ ওই নির্বাচনের পর সোমবারই প্রথম উত্তরবঙ্গে এসেছেন তিনি৷ শিলিগুড়ির কাছে রাজ্য সরকারের উত্তরবঙ্গ সচিবালয় 'উত্তরকন্যায়' প্রশাসনিক বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, 'পাহাড়ে ভোটের ফলে আমার অভিমান থাকতে পারে, তবে রাগ নেই৷ দার্জিলিংয়ে আমাদের প্রার্থী ৯১ হাজার ভোট পেয়েছে৷ শিলিগুড়িতে মানুষ যা ভাল বুঝেছেন, করেছেন৷ আমার কিছু বলার নেই৷ তবে দেখতে হবে কেউ যাতে জাতীয় সংহতি নষ্ট করার সুযোগ না পান৷' মোর্চার সঙ্গে জোট না গড়ায় পাহাড়ে মাসুল গুনতে হয়েছে তৃণমূলকে৷ এই আসনে প্রায় ২ লক্ষ ভোটে তৃণমূল হেরে গিয়েছে৷ অন্য দিকে, মোর্চার সঙ্গে জোট গড়ে আসনটি বিজেপি ফের জিতে নিয়েছে৷ উত্তরকন্যায় এ দিনের প্রশাসনিক বৈঠকে কোচবিহার, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার আধিকারিকদের নানা সরকারি প্রকল্প নিয়ে চেপে ধরেন৷ সরকারি প্রকল্প রূপায়ণে কোচবিহার পিছিয়ে রয়েছে বলে জানিয়ে দেন৷ তবে একশো দিনের কাজ প্রকল্পে কালিম্পং মহকুমা এবং কোচবিহারের হলদিবাড়ি ব্লকের প্রশংসা করেন৷
আলিপুরদুয়ার মহকুমাকে জেলা ঘোষণা যে এখনই সম্ভব হচ্ছে না, তা স্পষ্ট করে দেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, 'আলিপুরদুয়ারকে জেলা ঘোষণার সম্ভাবনা নিয়ে বিচার বিভাগ একটি রিপোর্ট তৈরি করছে৷ ওই রিপোর্ট পেলেই রাজ্য সরকার জেলা ঘোষণা করতে পারে৷' তবে ছিটমহল নিয়ে আশাব্যঞ্জক কথা শুনিয়েছেন মমতা৷ তিনি বলেন, 'যে সব ছিটমহল নিয়ে কোনও সমস্যা নেই, সেগুলির বিনিময় করা যেতেই পারে৷ এ ব্যাপারে একটি রিপোর্ট পেয়েছি৷ এখন বিনিময়ের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে৷' উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চিকিত্সকদের বিরুদ্ধে এ দিনের বৈঠকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ ওই চিকিত্সকরা ওষুধের জেনেরিক নাম না লেখায় মেডিক্যাল কলেজটি ফেয়ার প্রাইস শপ চলছে না বলে তাঁর অভিযোগ৷ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বৈঠকে বলেন, 'যাঁরা এমন করছেন তাঁদের বিরুদ্ধে তদন্ত করুন৷ নামের তালিকা তৈরি করুন৷ এমন জায়গায় বদলির ব্যবস্থা করুন, যেখানে এই ধরনের কাজ করার প্রয়োজন না হয়৷'
http://eisamay.indiatimes.com/state/mamata-refuses-to-go-to-delhi/articleshow/35984965.cms?
No comments:
Post a Comment