Tuesday, June 10, 2014

ব্রাজিলে বন্যা, ৭৭ শহরে জরুরী অবস্থা

ব্রাজিলে বন্যা, ৭৭ শহরে জরুরী অবস্থা
ব্রাজিলের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ৯ জনের মৃত্যু ও আরও তিনজন নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা সোমবার এ কথা জানান। দেশটির ৭৭ শহরে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। খবর এএফপির।
বন্যা আক্রান্ত শহরগুলোর মধ্যে পারানা রাজ্যও রয়েছে। এ রাজ্যের রাজধানী কিউরিটবা। যে ১২টি শহরে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে এটি তার একটি। বৃহস্পতিবার বিশ্বকাপ শুরু হচ্ছে। সবচেয়ে বেশি বন্যাক্রান্ত এলাকা কিউরিটবা থেকে ৩শ’ কিলামিটার দূরে অবস্থিত। দেশটির ৭৭ শহরের ৫৫ হাজারেরও বেশি লোক বন্যাক্রান্ত এবং পারানা গবর্নর বেটা রিখা এখানে জরুরী অবস্থা ঘোষণা করেছেন। তিনি এ এলাকায় ত্রাণ সহায়তা এবং পানি ও বিদ্যুত সরবরাহ পুনরায় শুরু করতে ২৬ লাখ মার্কিন ডলার জরুরী সহায়তা ঘোষণা করেন। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ টুইটারের মাধ্যমে বন্যাক্রান্তদের সব ধরনের সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেন।

রাজনৈতিক বিতর্কের জেরে
রাজনৈতিক বিতর্কের জেরে মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন থাইল্যান্ডের প্রতিযোগী। উইলুরি দিৎসায়াবাত নামের ২২ বছর বয়সী ওই প্রতিযোগী বলেছেন, দেশটির সদ্য ক্ষমতাচ্যুত ইংলাক সিনাওয়াত্রা ও রেডশার্ট নামে পরিচিত তাঁর সমর্থকদের বিষয়ে তাঁর নাম ব্যবহার করে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ সাইটগুলোতে যে সব কথাবার্তা এসেছে তাতে তিনি অত্যন্ত বিব্রত বোধ করছেন। এ কারণে তিনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি রেডশার্ট সমর্থকদের সব মেরে ফেলা উচিত বলে মন্তব্য করেছেন। ‘থাইভূমি অপবিত্র হয়ে গেছে, কারণ এখানকার জনগণ রাজতন্ত্রের উৎখাত চায়’ উইলুরি এমন মন্তব্য করেছেন বলে বলা হচ্ছে। তাঁর এ সব মন্তব্য মিস ইউনিভার্স প্রতিযোগীকে বর্তমান সামরিক জান্তার একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে তুলে ধরেছে -এএফপি

No comments:

Post a Comment