অভয়নগরে ট্রাকচাপায় নিহত ৭
যশোর ব্যুরো/অভয়নগর প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন, ২০১৪
যশোরের অভয়নগরে ট্রাকের চাপায় আটোরিকশার (মাহেন্দ্র) ৭ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরের রাজঘাট আহাদ জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুই যাত্রী আহত হয়েছেন। আহতদের অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বজনদের কান্নায় দুর্ঘনটাস্থল ও হাসপাতালে শোকের ছায়া নেমে আসে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে পাটবোঝাই ট্রাকটি খুলনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক খুলনার ফুলতলা থেকে নওয়াপাড়ার দিকে আসছিল থ্রি হুইলার অটোরিকশা মাহেন্দ্র। অভয়নগরের রাজঘাট আহাদ জুটমিলের সামনে পৌঁছালে দ্রুতগতির ট্রাকটি মহেন্দ্রকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জন এবং হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন। তাদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে চলে যায়। পরে স্থানীরা ট্রাকের নিচ থেকে হতাহতদের উদ্ধার করে।
নিহতরা হলেন খুলনার ফুলতলা উপজেলার উত্তর আলকা গ্রামের বলাই কর্মকারের ছেলে মন্টু কর্মকার, একই গ্রামের পরিতোষ, পায়গ্রাম কসবার চৈতন্য বালার ছেলে গোপাল বালা, একই গ্রামের জব্বার মৃধার ছেলে ছগির, অভয়নগরের কোটা পায়রা গ্রামের মোশারফ তরফদারের ছেলে ফারুক, নাউলি গ্রামের আজাদের ছেলে টুটুল ও একই গ্রামের করিম মোল্লার ছেলে ইকবাল মোল্লা। আহত দুজন হলেন অভয়নগর উপজেলার গোয়াখোলা গ্রামের আবদুর রহমানের ছেলে মনিরুল ও ওসমানের ছেলে ফারুক।
দুর্ঘটনার খবর পেয়ে হতাহতদের স্বজনরা ঘটনাস্থল ও হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন। এ সময় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা জানিয়েছেন, ট্রাকের ওভারলোডিং, ভাঙাচোরা রাস্তা ও বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে। হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি রং সাইটে এসে মাহেন্দ্রকে চাপা দিয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
- See more at: http://www.jugantor.com/last-page/2014/06/04/107372#sthash.t4ZvVHOe.dpufপ্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে পাটবোঝাই ট্রাকটি খুলনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক খুলনার ফুলতলা থেকে নওয়াপাড়ার দিকে আসছিল থ্রি হুইলার অটোরিকশা মাহেন্দ্র। অভয়নগরের রাজঘাট আহাদ জুটমিলের সামনে পৌঁছালে দ্রুতগতির ট্রাকটি মহেন্দ্রকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জন এবং হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন। তাদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে চলে যায়। পরে স্থানীরা ট্রাকের নিচ থেকে হতাহতদের উদ্ধার করে।
নিহতরা হলেন খুলনার ফুলতলা উপজেলার উত্তর আলকা গ্রামের বলাই কর্মকারের ছেলে মন্টু কর্মকার, একই গ্রামের পরিতোষ, পায়গ্রাম কসবার চৈতন্য বালার ছেলে গোপাল বালা, একই গ্রামের জব্বার মৃধার ছেলে ছগির, অভয়নগরের কোটা পায়রা গ্রামের মোশারফ তরফদারের ছেলে ফারুক, নাউলি গ্রামের আজাদের ছেলে টুটুল ও একই গ্রামের করিম মোল্লার ছেলে ইকবাল মোল্লা। আহত দুজন হলেন অভয়নগর উপজেলার গোয়াখোলা গ্রামের আবদুর রহমানের ছেলে মনিরুল ও ওসমানের ছেলে ফারুক।
দুর্ঘটনার খবর পেয়ে হতাহতদের স্বজনরা ঘটনাস্থল ও হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন। এ সময় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা জানিয়েছেন, ট্রাকের ওভারলোডিং, ভাঙাচোরা রাস্তা ও বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে। হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি রং সাইটে এসে মাহেন্দ্রকে চাপা দিয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
No comments:
Post a Comment