Monday, June 16, 2014

গণমাধ্যমের স্বাধীনতা হরণের সেই কালো দিন আজ

গণমাধ্যমের স্বাধীনতা হরণের সেই কালো দিন আজ




আজ ১৬ জুন গণমাধ্যমের স্বাধীনতা হরণের সেই কালো দিবস। ১৯৭৫ সালের এই দিনে তত্কালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান বাকশালের দর্শন অনুযায়ী একটি অধ্যাদেশ জারির মাধ্যমে দুটি মাত্র সংবাদপত্রের (দৈনিক বাংলা ও বাংলাদেশ অবজারভার) ডিক্লারেশন বহাল রেখে সব পত্রিকার ডিক্লারেশন বাতিল করেন।পরে ইত্তেফাক ও বাংলাদেশ টাইমসকে নতুনভাবে ডিক্লারেশন প্রদান করে সরকারি ব্যবস্থাপনায় মোট ৪টি পত্রিকার প্রকাশনা সাময়িকভাবে অব্যাহত রাখেন।

 http://www.amardeshonline.com/pages/details/2014/06/16/246852#.U56OgUBQySo
__._,_.___

No comments:

Post a Comment