Tuesday, June 3, 2014

নিরপেক্ষ নই - মেহনতী মানুষের পক্ষে



আক্রান্তদের পাশে হিংসা কবলিত আরামবাগের পুইন গ্রামে, বামফ্রন্টের প্রতিনিধি দল, আক্রান্তদের সাথে কথা বলছেন....
কমরেড বিমান বসুর নেতৃত্বে বামফ্রন্ট প্রতিনিধি দল, সন্ত্রাস কবলিত আরামবাগে....

নির্বাচনের আগে তো বটেই, নির্বাচনের পরেও হুগলী জেলার আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় শাসকদল তৃণমূলের পক্ষ থেকে বামফ্রন্টের নেতা-কর্মী-সমর্থকদের ব্যাপক হামলা-আক্রমণ চলছে। গত মঙ্গলবার রাজ্য বামফ্রন্টের বৈঠকের পরই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছিলেন যে আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় সন্ত্রাসের খবর পাওয়া যাচ্ছে। সেই কারণে বামফ্রন্টের একটি প্রতিনিধিদল আরামবাগে যাবে। বিমান বসুর নেতৃত্বে এই প্রতিনিধিদলে থাকছেন সি পি আই রাজ্য সম্পাদক মঞ্জুকুমার মজুমদার, আর এস পি রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী, ফরওয়ার্ড ব্লক নেতা হাফিজ আলম সৈরানি, সি পি আই (এম) নেতা রবীন দেব, শ্রীদীপ ভট্টাচার্যসহ বামফ্রন্ট নেতৃবৃন্দ। হুগলী জেলা বামফ্রন্ট নেতৃবৃন্দও প্রতিনিধিদলে থাকবেন।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পরেও রাজ্যের বিভিন্ন এলাকায় বামফ্রন্টের নেতা-কর্মী-সমর্থকদের ওপর হামলা চলছে। ২জন মহিলাসহ ৪জন কর্মী-সমর্থক খুন হয়েছেন। বামফ্রন্টের নেতা-কর্মী-সমর্থকদের ওপর জরিমানা ধার্য করা হচ্ছে, ঘর-বাড়ি লুট করা হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, মাঠ থেকে ধান কেটে নেওয়া হচ্ছে ইত্যাদি নানা ঘটনা ঘটছে। অবিলম্বে এই হামলা-আক্রমণ বন্ধ করতে প্রশাসনিক ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। যদিও হামলা-আক্রমণ থামেনি। বামফ্রন্টের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নির্বাচনের পরে রাজ্যের বিভিন্ন এলাকায় বামফ্রন্ট কর্মীদের ওপর সন্ত্রাস-আক্রমণ অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে। মুখ্যমন্ত্রীকে জানানোর পরেও যদি সন্ত্রাস-আক্রমণ বন্ধ না হয় তবে কেন্দ্রীয়ভাবে কলকাতায় একটানা কয়েকদিন অবস্থান-বিক্ষোভ কর্মসূচীরও সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট। এছাড়া জেলায় জেলায় এর বিরুদ্ধে ডেপুটেশন ও অবস্থান-বিক্ষোভ কর্মসূচীও নেওয়া হবে জেলা বামফ্রন্টগুলির পক্ষ থেকে।
Like ·  · Share
  • Palash Biswas

No comments:

Post a Comment