Tuesday, June 3, 2014

পুরুষরা ঘরছাড়া, প্রতিরাত আতঙ্কে কাটাচ্ছেন মহিলারা - আরামবাগে ‘শ্মশানের শান্তি’ দেখে এলেন বামফ্রন্ট নেতারা

পুরুষরা ঘরছাড়া, প্রতিরাত আতঙ্কে কাটাচ্ছেন মহিলারা - আরামবাগে ‘শ্মশানের শান্তি’ দেখে এলেন বামফ্রন্ট নেতারা

সি পি এম করেছি বলে স্বামী-হারা হয়েই দিন কাটাতে হচ্ছে। এখন তৃণমূল যে শান্তি দিয়েছে সেই শান্তি নিয়েই অন্তত বেঁচে থাকতে চাই। শেষ কথাটা বলার সময়েই কেঁপে গেলো আয়ুব আলির স্ত্রী’র গলা। ডুকরে কেঁদে উঠলেন তিনি। শুধু আয়ুব আলির পরিবার কেন, আরামবাগের এই পুইন গ্রামেই ভোটের ফল ঘোষণার পর থেকে ৬২টা পরিবারের মানুষ ঘরে নেই। তাঁরা আজ বামপন্থীদের ভোট দেওয়ার ‘অপরাধে’ ঘরছাড়া। বামপন্থী কর্মী সমর্থকদের সন্ত্রস্ত, আক্রান্ত জীবনের পাশে কলকাতা থেকে ছুটে গিয়েছিলেন রাজ্য বামফ্রন্টের প্রতিনিধিদল। রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে এই প্রতিনিধিদল হুগলীর আরামবাগের বিস্তীর্ণ এলাকায় দেখলো শ্মশানের শান্তির জীবন।

এমন সন্ত্রস্ত অমানবিক হাজারো নজির নিয়েই আগামী ৯ই জুন রাজ্য বামফ্রন্টের প্রতিনিধিদল যাবে নবান্নে। রাজ্যজুড়ে একটানা শাসকদলের কর্মী-নেতাদের সন্ত্রাস নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে রাজ্য বামফ্রন্ট।

কিন্তু শনিবার হুগলীর আরামবাগের বিস্তীর্ণ এলাকায় কোন সন্ত্রস্ত জীবনের অভিজ্ঞতা কুড়োলেন রাজ্য বামফ্রন্টের এই প্রতিনিধিদল?

http://ganashakti.com/bengali/news_details.php?newsid=56691


No comments:

Post a Comment