Monday, June 2, 2014

বিশ্বকাপ ফুটবল ঘিরে ম্যাচ ফিক্সিংয়ের শঙ্কা

বিশ্বকাপ ফুটবল ঘিরে ম্যাচ ফিক্সিংয়ের শঙ্কা
বিশ্বকাপ ফুটবলের আসরের পর্দা উঠছে আর ক’দিন পরই। কিন্তু এরই মধ্যে খেলাকে ঘিরে বাজিকররা নড়েচড়ে বসেছে বলে জানা গেছে। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার প্রতিবেদনে দেখা গেছে জুয়াড়িরা খুব সহজেই রেফারিদের সঙ্গে যোগাযোগ করতে পারছে। বিষয়টি ক্রীড়ামোদীদের জন্য উদ্বেগজনক। ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমস।
বিশ্বকাপ ফুটবলে ম্যাচ ফিক্সিং হয় বলে বহু বছর ধরেই একটি গুঞ্জরণ ছিল। তবে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত গত বিশ্বকাপে এ বিষয়ে স্পষ্ট প্রমাণ পেয়েছে ফিফা। ইবরাহিম চাইবু নামে নাইজারের এক রেফারি আর্থিক সুবিধার বিনিময়ে বিশ্বকাপের বাছাই পর্বের একটি খেলায় দক্ষিণ আফ্রিকা ও গুয়েতেমালার মধ্যকার একটি ম্যাচের প্রভাবিত করেছেন, ফিফার একটি সদ্য রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ৪৪ পৃষ্ঠার এই রিপোর্টটি সর্বসমক্ষে প্রকাশ করা হয়নি বটে তবে এর একটি কপি নিউইয়র্ক টাইমসের হস্তগত হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, চাইবু নগদ এক লাখ ডলার দক্ষিণ আফ্রিকার একটি ছোট শহরের এক ব্যাংকে জমা দিতে গিয়েছিলেন। বিশাল পরিমাণ নগদ অর্থ জমা দেয়ায় চাইবুকে নেলসন ম্যান্ডেলার ছবি অঙ্কিত বিশেষ কয়েন দিয়ে ব্যাংক কর্তৃপক্ষ সম্মানিত করেছিল। এই ঘটনার সঙ্গে সিঙ্গাপুর ভিত্তিক একটি কোম্পানি জড়িত ছিল বলে নিজস্ব তদন্তে ফিফা জানতে পারে। কোম্পানিটি একটি কুখ্যাত ম্যাচ ফিক্সিং সিন্ডিকেটকে পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে। এ থেকে বিশ্বকাপে বাজিকরদের হাত যে কতটা শক্তিশালী হয়ে উঠছে তার কিছুটা ধারণা পাওয়া যায়। এ মাসের ১২ তারিখ থেকে ব্রাজিলে বসছে এবারের বিশ্বকাপের আসর। ফিফার রিপোর্ট অনুযায়ী গতবারের বিশ্বকাপে অন্তত পাঁচটি ম্যাচের ফল ফিক্সিং করা হয়েছিল। এবার পরিস্থিতির আদৌ উন্নতি হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। অনেক সময় ম্যাচ ফিক্সিংয়ের পর এসব খবর যেন বাইরে প্রকাশিত না হয় সে জন্য জুয়াড়ি চক্র সংশ্লিষ্ট কর্মকর্তার প্রাণনাশের হুমকি দিয়ে থাকে। দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইংল্যান্ড ও ফিনল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ফিফা ম্যাচ ফিক্সিংয়ের বিষয়ে তথ্যগুলো জানতে পেরেছে।
এবারের টুর্নামেন্টের টিকেট বিক্রি, টিভি স্বত্ব ও অন্যান্য রয়ালটি বাবদ ফিফা প্রায় ৪শ’ কোটি ডলার আয় হবে বলে আশা করছে। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ নিয়ে তদন্তের কাজ এখনও শেষ হয়নি বলে শুক্রবার ফিফার একজন মুখপাত্র জানিয়েছেন।

No comments:

Post a Comment