Tuesday, June 3, 2014

আবার আড়ালে রাহুল

আবার আড়ালে রাহুল
যুগান্তর ডেস্ক
প্রকাশ : ০৪ জুন, ২০১৪
ভারতের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নরেন্দ্র মোদির প্রতিদ্বন্দ্বী হননি। লোকসভায় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনাতেও পানি ঢাললেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। তিনি আড়ালেই রইলেন। লোকসভায় কংগ্রেসের নেতা হলেন মল্লিকার্জুন খার্গে। সোমবার লোকসভায় কংগ্রেসের নেতা হিসেবে সাবেক রেলমন্ত্রী খার্গের নাম ঘোষণা করা হয়েছে। ষোড়শ লোকসভায় কংগ্রেস প্রধানবিরোধী শক্তির মর্যাদা পেলে তিনিই হবেন বিরোধী দলনেতা। এদিন এআইসিসির সাধারণ সম্পাদক জনার্দন দ্বিবেদী লোকসভায় কংগ্রেস নেতা হিসেবে কর্নাটকের গুলবর্গার সংসদ সদস্যের নাম ঘোষণা করে বলেন, সর্বসম্মতিক্রমে দলে এ সিদ্ধান্ত হয়েছে।
লোকসভা ভোটে কংগ্রেসের প্রচার অভিযানের নেতৃত্ব দিলেও প্রধানমন্ত্রী পদপ্রার্থী হননি রাহুল। সে সময় রাজনীতির কারবারিদের একাংশের মত ছিল, মোদির সঙ্গে তুলনা এড়াতেই ছেলেকে আড়াল করছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। এবারেও সেই প্রশ্ন উঠেছে। কংগ্রেসের একটি অংশ মনে করছে, রাহুলের পক্ষে সুবক্তা মোদির সঙ্গে বাকযুদ্ধে এঁটে ওঠা সম্ভব নয় বুঝে কর্নাটকের দলিত নেতা খার্গেকে এগিয়ে দেয়া হল। লোকসভায় ভরাডুবির পরে ক্ষোভের সুরও ক্রমশই চড়ছে কংগ্রেসে। বিহারের কিষাণগঞ্জের সংসদ সদস্য মাওলানা আসারুল হক লোকসভা ভোটের আগে দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারির সঙ্গে সোনিয়ার বৈঠক নিয়ে রোববার প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ভোটের আগে শাহী ইমামের সঙ্গে বৈঠক করা উচিত হয়নি সোনিয়ার। তার মতে, কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের কাছে ভোটের জন্য আবেদন জানানো উচিত নয়।
- See more at: http://www.jugantor.com/ten-horizon/2014/06/04/107431#sthash.GnkO48wF.dpuf

No comments:

Post a Comment