মায়া অ্যাঞ্জেলুর কবিতা
আমি জানি খাঁচার পাখি কেন গান গায়
মুক্ত পাখি লাফিয়ে ওঠে
বাতাসের পিঠে
আর ভেসে যায় ভাটিতে
যতক্ষণ না স্রোত মিলিয়ে যায়
পাখি তার ডানা ডোবায়
সূর্যের গোলাপি রশ্মিতে
আর আকাশটাকে দাবি করার স্পর্ধা দেখায়।
মুক্ত পাখি লাফিয়ে ওঠে
বাতাসের পিঠে
আর ভেসে যায় ভাটিতে
যতক্ষণ না স্রোত মিলিয়ে যায়
পাখি তার ডানা ডোবায়
সূর্যের গোলাপি রশ্মিতে
আর আকাশটাকে দাবি করার স্পর্ধা দেখায়।
কিন্তু যে পাখি আঁটসাঁট খাঁচায়
নতমুখ পা পা হেঁটে যায়
দুর্দমনীয় ক্রোধের পিঞ্জরের ভেতর দিয়ে
কদাচিৎ দেখতে পায়
তার ডানা দুটো আটকানো আর
পা দুটো বাঁধা
সুতরাং সে গান গাইতে গলা ছাড়ে।
নতমুখ পা পা হেঁটে যায়
দুর্দমনীয় ক্রোধের পিঞ্জরের ভেতর দিয়ে
কদাচিৎ দেখতে পায়
তার ডানা দুটো আটকানো আর
পা দুটো বাঁধা
সুতরাং সে গান গাইতে গলা ছাড়ে।
খাঁচার পাখি গান গায়
অজানা আতঙ্কের
দ্বৈত স্বরধ্বনি পাখিটির
তবু প্রত্যাশা প্রশান্তির
দূর পাহাড়ে
তার সুর শোনা যায়
খাঁচাবন্দী পাখি
স্বাধীনতার গান গায়।
অজানা আতঙ্কের
দ্বৈত স্বরধ্বনি পাখিটির
তবু প্রত্যাশা প্রশান্তির
দূর পাহাড়ে
তার সুর শোনা যায়
খাঁচাবন্দী পাখি
স্বাধীনতার গান গায়।
মুক্ত পাখি এক পশলা ঝিরঝির বাতাসের কথা ভাবে
বৃক্ষের দীর্ঘশ্বাসের ভেতর বয়ে যায় কোমল সমীরণ
ভোরের উজ্জ্বল ঘাসে অপেক্ষায় থাকে হৃষ্টপুষ্ট পোকা
সে আকাশকে দেয় নিজের নাম।
বৃক্ষের দীর্ঘশ্বাসের ভেতর বয়ে যায় কোমল সমীরণ
ভোরের উজ্জ্বল ঘাসে অপেক্ষায় থাকে হৃষ্টপুষ্ট পোকা
সে আকাশকে দেয় নিজের নাম।
কিন্তু খাঁচাবন্দী পাখি দাঁড়ায় স্বপ্নের সমাধির পাশে
তার ছায়া চেঁচিয়ে ওঠে দুঃস্বপ্নের চিৎকারে
তার ডানা দুটো আটকানো, পা দুটো বাঁধা
সুতরাং সে গান গাইতে গলা ছাড়ে।
তার ছায়া চেঁচিয়ে ওঠে দুঃস্বপ্নের চিৎকারে
তার ডানা দুটো আটকানো, পা দুটো বাঁধা
সুতরাং সে গান গাইতে গলা ছাড়ে।
খাঁচার পাখি গান গায়
অজানা আতঙ্কের
দ্বৈত স্বরধ্বনি পাখিটির
তবু প্রত্যাশা প্রশান্তির
দূর পাহাড়ে
তার সুর শোনা যায়
খাঁচাবন্দী পাখি
স্বাধীনতার গান গায়।
অজানা আতঙ্কের
দ্বৈত স্বরধ্বনি পাখিটির
তবু প্রত্যাশা প্রশান্তির
দূর পাহাড়ে
তার সুর শোনা যায়
খাঁচাবন্দী পাখি
স্বাধীনতার গান গায়।
একটি প্রতারণা
আমাকে তোমার হাত দাও
আমার জন্য জায়গা করো
তোমাকে
কবিতার এই ক্রোধের বাইরে
পরিচালনা ও অনুসরণ করতে।
তোমাকে
কবিতার এই ক্রোধের বাইরে
পরিচালনা ও অনুসরণ করতে।
অন্যদেরও থাকুক
শব্দকে স্পর্শ করার
গোপনীয়তা
এবং থাকুক
ভালোবাসা হারানোর ভালোবাসা
শব্দকে স্পর্শ করার
গোপনীয়তা
এবং থাকুক
ভালোবাসা হারানোর ভালোবাসা
আমার জন্য
আমাকে তোমার হাত দাও।
আমাকে তোমার হাত দাও।
No comments:
Post a Comment