সিন্ডিকেট নিয়ে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ তিলজলায়, গোলমাল বেনেপুকুরেও
এই সময়: নিউ টাউনের সিন্ডিকেট রাজের ছায়া এ বার শহরেও৷ আর সেই সিন্ডিকেটের দখল এবং ইমারতি দ্রব্যের সরবরাহের ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে তৃণমূল সমর্থকদের গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে রবিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল তিলজলা রোড চত্বর৷ দুই গোষ্ঠীই লাঠি-রড নিয়ে পরস্পরের উপর চড়াও হয়৷ চলে ব্যাপক বোমাবাজি৷ পরিস্থিতি আয়ত্তে আনতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও৷ তিলজলা থানার দুই কনস্টেবল এবং এক গ্রিন পুলিশকর্মী জখম হন৷ পরে বিরাট পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে৷ এদিকে ফুটবল খেলাকে ঘিরে দুই কিশোরের মধ্যে বচসা ও মারামারিকে কেন্দ্র করে উত্তেজনা চরম আকার নেয় বেনিয়াপুকুরেও৷ ফুটবল মাঠের গোলমালকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ চলে ব্যাপক ভাঙচুর৷ পরিস্থিতি আয়ত্তে আনতে র্যাফও নামানো হয়৷
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, তিলজলা-তপসিয়া-কড়েয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে দীর্ঘদিন ধরেই অবৈধ নির্মাণের কারবার চলছে৷ ইট-বালি সিমেন্টের সরবরাহের বরাত কারা পাবে, তা নিয়ে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে গোলমালও অনেকদিনকার৷ তিলজলা রোডে গোলমালের সূত্রপাতও সেখান থেকেই৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিলজলা রোডে বেআইনি প্রোমোটিং এবং ইমারতি দ্রব্য সরবরাহের বরাত নিয়ে এতদিন সিপিএমের এক মেয়র পারিষদের অনুগামীদের সঙ্গে তৃণমূলের এক প্রভাবশালী নেতার সমর্থকদের গোলমাল হত৷ ক্ষমতা বদলের পর সিপিএমের ওই মেয়র পারিষদের অনুগামীরাই শিবির বদলে তৃণমূলে নাম লেখায়৷ তৃণমূলের আদি সমর্থকদের সঙ্গেই রবিবার রাতে তুমুল সংঘর্ষ বাধে নব্য গোষ্ঠীর৷ লাঠিচার্জ করে দু'পক্ষকে সরিয়ে দেয় পুলিশ৷ ঘটনাস্থল থেকে ১৭টি তাজা বোমা বাজেয়াপ্ত হয়েছে৷
স্থানীয় তৃণমূল নেতা তথা মন্ত্রী জাভেদ খান অবশ্য ঘটনাটিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলতে নারাজ৷ তাঁর সাফাই, 'এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই৷ দু'দল দুষ্কৃতীর মধ্যে গোলমাল হয়েছে৷ এদের একটি দল আগে সিপিএমের সমর্থক ছিল৷ এখন তারা শিবির পাল্টে বিজেপিতে যোগ দিয়েছে৷ আমি পুলিশকে বলেছি, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে৷' যুগ্ম কমিশনার (সদর) রাজীব মিশ্র বলেন, 'এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ ঘটনায় আর কারা যুক্ত, তাও খোঁজা হচ্ছে৷' সোমবারও এলাকার পরিস্থিতি ছিল থমথমে৷ আশপাশের থানা থেকেও সিনিয়র অফিসারদের এলাকায় টহলদারিতে পাঠানো হয়৷ অন্য দিকে, বেনেপুকুরের ঘটনায় চার জনকে পুলিশ গ্রেপ্তার করেছে৷
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, তিলজলা-তপসিয়া-কড়েয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে দীর্ঘদিন ধরেই অবৈধ নির্মাণের কারবার চলছে৷ ইট-বালি সিমেন্টের সরবরাহের বরাত কারা পাবে, তা নিয়ে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে গোলমালও অনেকদিনকার৷ তিলজলা রোডে গোলমালের সূত্রপাতও সেখান থেকেই৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিলজলা রোডে বেআইনি প্রোমোটিং এবং ইমারতি দ্রব্য সরবরাহের বরাত নিয়ে এতদিন সিপিএমের এক মেয়র পারিষদের অনুগামীদের সঙ্গে তৃণমূলের এক প্রভাবশালী নেতার সমর্থকদের গোলমাল হত৷ ক্ষমতা বদলের পর সিপিএমের ওই মেয়র পারিষদের অনুগামীরাই শিবির বদলে তৃণমূলে নাম লেখায়৷ তৃণমূলের আদি সমর্থকদের সঙ্গেই রবিবার রাতে তুমুল সংঘর্ষ বাধে নব্য গোষ্ঠীর৷ লাঠিচার্জ করে দু'পক্ষকে সরিয়ে দেয় পুলিশ৷ ঘটনাস্থল থেকে ১৭টি তাজা বোমা বাজেয়াপ্ত হয়েছে৷
স্থানীয় তৃণমূল নেতা তথা মন্ত্রী জাভেদ খান অবশ্য ঘটনাটিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলতে নারাজ৷ তাঁর সাফাই, 'এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই৷ দু'দল দুষ্কৃতীর মধ্যে গোলমাল হয়েছে৷ এদের একটি দল আগে সিপিএমের সমর্থক ছিল৷ এখন তারা শিবির পাল্টে বিজেপিতে যোগ দিয়েছে৷ আমি পুলিশকে বলেছি, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে৷' যুগ্ম কমিশনার (সদর) রাজীব মিশ্র বলেন, 'এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ ঘটনায় আর কারা যুক্ত, তাও খোঁজা হচ্ছে৷' সোমবারও এলাকার পরিস্থিতি ছিল থমথমে৷ আশপাশের থানা থেকেও সিনিয়র অফিসারদের এলাকায় টহলদারিতে পাঠানো হয়৷ অন্য দিকে, বেনেপুকুরের ঘটনায় চার জনকে পুলিশ গ্রেপ্তার করেছে৷
No comments:
Post a Comment