Tuesday, June 3, 2014

বেতন সুদ ও ভর্তুকিতেই ব্যয় এক-তৃতীয়াংশ

বেতন সুদ ও ভর্তুকিতেই ব্যয় এক-তৃতীয়াংশ
মিজান চৌধুরী
প্রকাশ : ০৪ জুন, ২০১৪

নতুন বাজেটের এক-তৃতীয়াংশ ব্যয় হবে বেতন, ঋণের সুদ ও ভর্তুকি খাতে। এ তিন খাতে বরাদ্দ থাকছে প্রায় ৮৫ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে এ খাতগুলোতে বরাদ্দ রয়েছে ৮২ হাজার ৭২০ কোটি টাকা। সব মিলে বাজেটের সম্ভাব্য আকার ২ লাখ ৫০ হাজার ৩০৩ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছর বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৩০ হাজার ৩৭৫ কোটি টাকা। ভর্তুকি খাতে ধরা হয়েছে ২৬ হাজার কোটি টাকা এবং ব্যাংক ঋণের সুদ হচ্ছে ২৮ হাজার কোটি টাকা।
নতুন বাজেটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা খাতে বরাদ্দ বাড়ছে প্রায় ৭ হাজার ৩৭৫ কোটি টাকা। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে তা ব্যয় হবে। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে ২৩ হাজার কোটি টাকা। জানুয়ারি থেকে নতুন বেতন আংশিক বাস্তবায়ন হতে পারে।
ভর্তুকি খাতে আগামী বাজেটে কৃষিতে ৯ হাজার কোটি, বিদ্যুতে ৭ হাজার কোটি, রফতানিতে ২ হাজার ৮৫০ কোটি, জ্বালানিতে ২ হাজার ৪০০ কোটি, খাদ্যে ১ হাজার ৮০৩ কোটি, বিজেএমসিতে ১ হাজার ৫০০ কোটি ও অন্যান্য খাতে ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। জিডিপির ২ শতাংশ ভুর্তকি খাতে বরাদ্দ থাকছে। অবশ্য চলতি অর্থবছরের তুলনায় ভর্তুকি কমানো হয়েছে ৬ হাজার ৩৪৫ কোটি টাকা। দাতা সংস্থা আইএমএফের চাপেই ভর্তুকি কমছে। এর বোঝা পুরোটা বহন করতে হবে দুস্থদের।
নতুন বাজেটে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ বাবদ রাখা হয়েছে ২৮ হাজার কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণের সম্ভাব্য সুদ হচ্ছে ২ হাজার ৫শ’ কোটি টাকা। ব্যাংক ঋণ সুদ বাবদ বর্তমানে বরাদ্দ ২৭ হাজার ৭৪৩ কোটি টাকা।
নতুন বাজেটে সম্ভাব্য ঘাটতি ৬৭ হাজার ৭৭৩ কোটি টাকা। এ অর্থায়নের জন্য অভ্যন্তরীণ ব্যাংক থেকে প্রায় ৩১ হাজার কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ হাজার ৫০০ কোটি টাকা।
এ প্রসঙ্গে তত্ত্বাবধায়ক সাবেক সরকারের অর্থ উপদেষ্টা ড. মির্জ্জা আজিজুল ইসলাম যুগান্তরকে বলেন, সরকারি বেতন খাতের ব্যাপারে ভবিষ্যৎ পরিকল্পনা থাকা দরকার।
সুদের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। ভর্তুকি প্রদানের বিষয় পুনর্বিন্যাস করা দরকার।
- See more at: http://www.jugantor.com/first-page/2014/06/04/107366#sthash.vcFs0bPj.dpuf

No comments:

Post a Comment