Sunday, June 8, 2014

ব্রাজিলে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ

ব্রাজিলে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ

বিশ্বকাপ আয়োজন নিয়ে শুক্রবার আরেকটি ভোগান্তির দিন পার করলো ব্রাজিলের বিশ্বকাপ আয়োজনকারীরা। এদিন সাওপাওলোতে ধর্মঘটে যাওয়া সুড়ঙ্গপথ নির্মাণ শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জনবহুল মেগা শহরটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। সমর্থকরা জাতীয় দলের উদ্দেশে 'দুয়োধ্বনি' প্রকাশ করতে থাকে। 

মেট্রো স্টেশনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও বিভিন্ন স্থানে অন্তত ৩০০০ সরকার বিরোধী আন্দোলনকারীদের এই জমায়েতের পর আরো উত্তেজনা আগামী বৃহস্পতিবার সাওপাওলোতে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার ম্যাচ দিয়ে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে শংকার মধ্যে ফেলে দিয়েছে।

শুক্রবার অফিসগামী যাত্রীদেরকে আন্দোলনকারীরা পাতাল ট্রেনে যেতে বাধা দেয়ায় তাদেরকে হটানোর জন্য পুলিশ টিয়ার সেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিক ইউনিয়নের আন্দোলনের পরও কোন ধরনের আপোষ রফা না হওয়ায় সেটি আরো জোরদার হয়। তৃতীয় দিনের মত শনিবারও এটি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। এই ধর্মঘটের ফলে লাখ লাখ কর্মজীবী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। 

রাষ্ট্রপতি ডিলমা রুসেফের আর্থিক পলিসির বিরোধিতাকারী ফোর্স ইউনিয়নের উদ্যোগে আন্দোলনকারীরা সেন্ট্রাল ব্যাংকের সামনের রাস্তাটি বন্ধ করে দেয়। ইউনিয়ন নেতা পাওলো প্যারেরা দা সিলভা আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে টেনে এনে বলেন, 'জাতীয় (ফুটবল) দলের সঙ্গে আমাদের কোন বিরোধ নেই। আমরা তাদের অভিনন্দিত করব। কিন্তু ৫ অক্টোবর আমরা ডিলমা রোসেফকে নরকে পাঠাব।'-বাসস

No comments:

Post a Comment