Tuesday, June 3, 2014

ভোটে হারলেও, বামপন্থীদের তোলা প্রশ্ন জ্বলন্তই থাকছে.... উত্তরণের ভিত্তি, জনগণের সমস্যা নিয়ে লড়াই.... : বললেন সূর্যকান্ত মিশ্র

ভোটে হারলেও, বামপন্থীদের তোলা প্রশ্ন জ্বলন্তই থাকছে....
উত্তরণের ভিত্তি, জনগণের সমস্যা নিয়ে লড়াই.... : বললেন সূর্যকান্ত মিশ্র

সাংগঠনিক দিক থেকে বর্তমান পরিস্থিতিতে দুটি ত্রুটিপূর্ণ ঝোঁকের থেকেও সতর্ক করে দিয়েছেন মিশ্র। তিনি বলেন, এমন পরিস্থিতিতে আত্মসমর্পণের বা আপসের সুবিধাবাদী ঝোঁক দেখা দিতে পারে। কিন্তু কমিউনিস্ট পার্টিতে এর কোনো জায়গা হতে পারে না। আবার এর বিপরীত দিকে, সবকিছু ভেঙে ফেলার হতাশাজনিত ঝোঁকও দেখা দিতে পারে। সেটারও মোকাবিলা করতে হবে।

১৯৬৬ সালে মাও জে দঙের ‘সদর দপ্তরে কামান দাগো’ স্লোগানের হাত ধরে চীনে সাংস্কৃতিক বিপ্লবের নামে যে ক্ষয়ক্ষতি হয়েছিলো তার উদাহরণ দিয়ে মিশ্র বলেন, সব কিছু ভেঙে ফেলার কথা কোনো কাজের কথা নয়। ওই পথ চীনে দশ বছরের নৈরাজ্য ডেকে এনেছিলো। হতাশার কোনো জায়গা আমাদের সামনে নেই। সব দিকের সুনির্দিষ্ট বিশ্লেষণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।

http://ganashakti.com/bengali/news_details.php?newsid=56573


No comments:

Post a Comment