১৫ অগস্ট পর্যন্ত নয় টেট
এই সময়: পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগের (টেট) পরীক্ষার উপর ১৫ অগস্ট পর্যন্ত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট৷ এর আগে টেট পরীক্ষার উপর ৩০ জুন পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছিল হাইকোর্ট৷ মঙ্গলবার মামলাকারী অনিমেশ মণ্ডল এবং অন্যান্যদের আবেদনের ভিত্তিতে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাশিস করগুপ্ত৷ ৩০ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে৷
মামলাকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় ও সুদীপ্ত দাশগুপ্ত জানান, চলতি বছরের ২৯ জানুয়ারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার৷ ৯ মার্চ পরীক্ষা নেওয়ার ঘোষণা করা হলেও তা নেওয়া হয়নি৷ পিছিয়ে পুনরায় দিন ধার্য হয় ২৯ মার্চ৷ ওই দিনও পরীক্ষা নিতে পারেনি সরকার৷ ফের পরীক্ষার দিন স্থির করার পর প্রশিক্ষণপ্রাপ্তরা হাইকোর্টে মামলা দায়ের করেন৷ তাঁরা দাবি করেন যে, এনসিটিই এক নির্দেশিকায় জানিয়েছে ২০১৪ সালের ৩১ মার্চের পর প্রশিক্ষণহীনদের শিক্ষক পদে নিয়োগ করা যাবে না৷ তবে রাজ্য সরকার সেই নির্দেশ না মেনেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে৷ সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হওয়ায় টেট পরীক্ষার উপর স্থগিতাদেশ জারি করেছিল হাইকোর্ট৷ এ দিন সেই মেয়াদ বাড়ল৷
মামলাকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় ও সুদীপ্ত দাশগুপ্ত জানান, চলতি বছরের ২৯ জানুয়ারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার৷ ৯ মার্চ পরীক্ষা নেওয়ার ঘোষণা করা হলেও তা নেওয়া হয়নি৷ পিছিয়ে পুনরায় দিন ধার্য হয় ২৯ মার্চ৷ ওই দিনও পরীক্ষা নিতে পারেনি সরকার৷ ফের পরীক্ষার দিন স্থির করার পর প্রশিক্ষণপ্রাপ্তরা হাইকোর্টে মামলা দায়ের করেন৷ তাঁরা দাবি করেন যে, এনসিটিই এক নির্দেশিকায় জানিয়েছে ২০১৪ সালের ৩১ মার্চের পর প্রশিক্ষণহীনদের শিক্ষক পদে নিয়োগ করা যাবে না৷ তবে রাজ্য সরকার সেই নির্দেশ না মেনেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে৷ সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হওয়ায় টেট পরীক্ষার উপর স্থগিতাদেশ জারি করেছিল হাইকোর্ট৷ এ দিন সেই মেয়াদ বাড়ল৷
No comments:
Post a Comment