বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকার অনেক সড়ক
ইত্তেফাক রিপোর্ট
বৃষ্টির কারণে রাজধানীর অনেক রাস্তায় যানজট লক্ষ্য করা গেছে। রিকশা ও সিএনজি চালিত যানবাহন চলাচল করলেও ভাড়া গুণতে হয়েছে বেশি। বৃষ্টির কারণে ডুবে যাওয়া অনেক রাস্তায় প্রাইভেটকার, অটোরিক্সা ও সিএনজি চালিত বেবীটেক্সী অকেজো হয়ে পড়ে থাকতে দেখা যায়। এতে কিছু কিছু রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। একই সময় ডুবে যাওয়া রাস্তায় খোলা ম্যানহোলে পড়ে রিক্সা যাত্রীদের নাকাল হতে দেখা গেছে। অনেক গাড়িও ম্যানহোলে পড়ে ঘন্টার পর ঘন্টা আটকে থাকে। পরে পুলিশ এসে রেকার ব্যবহার করে অনেক গাড়ি রাস্তার উপর থেকে সরিয়ে দেয়।
বিশেষ করে গতকাল বৃষ্টিতে গ্রীন রোডে গ্রীন লাইফ ও সেন্ট্রাল হাসপাতালের সামনের রাস্তাটি পানিতে তলিয়ে যায়। এছাড়া ধানমন্ডি, পশ্চিম ধানমন্ডি, ঝিগাতলা, রায়েরবাগ, রায়েরবাজার, যাত্রাবাড়ি, কাজলা, পোস্তগোলা, পুরান ঢাকার তাঁতী বাজার, শাঁখারীবাজার, ইসলামপুর, হাতিরপুল বাজারসহ আজিমপুরের নিম্নাঞ্চল বৃষ্টির পানিতে প্লাবিত হয়। কোন কোন সড়কে বিকাল পর্যন্ত এই জলাবদ্ধতা ছিল। পথচারী ও অফিসগামী মানুষ ঘরে ফিরতেও চরম ভোগান্তির শিকার হন।
এদিকে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে সোমবার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া রংপুর বিভাগের কয়েকটি জায়গায়ও বৃষ্টি হয়েছে।
এসব জায়গায় আজ মঙ্গলবারও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সঙ্গে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে।
No comments:
Post a Comment