Sunday, June 8, 2014

জাতীয় জাদুঘর মিলনায়তনে দুই বাংলর চলচ্চিত্র উৎসব শুরু

জাতীয় জাদুঘর মিলনায়তনে দুই বাংলার চলচ্চিত্র উৎসব শুরু
সংস্কৃতি সংবাদ
স্টাফ রিপোর্টার ॥ বিজ্ঞাপন নির্মাতা শাহ্ ফজলে রাব্বীর মা শাহান আরা ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তিনি ভারতের রাজীব গান্ধী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যে চিকিৎসার জন্য খরচ হয়েছে ৪০ লাখ টাকা। প্রয়োজন আরও ২০ লাখ টাকা। আর এই মায়ের চিকিৎসার তহবিল সংগ্রহে দুই বাংলার চলচ্চিত্র উৎসব ‘মায়ের জন্য’। রবিবার সকালে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে তিন দিনব্যাপী এ উৎসবের সূচনা হয়। দুই বাংলার আলোচিত নয়টি চলচ্চিত্র দিয়ে সাজানো হয়েছে এ উৎসব।
প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও উৎসবের আহ্বায়ক চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দিন ইউসুফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, ভারতের চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ ও বুদ্ধদেব দাশগুপ্ত, চলচ্চিত্র পরিবেশক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামান ও শাহ্ ফজলে রাব্বী।
উদ্বোধনী বক্তব্যে হাসানুল হক ইনু মায়ের চিকিৎসার জন্য দুই বাংলার চলচ্চিত্রকারদের সম্মিলিত এ আয়োজনে সবাইকে অংশীদার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শাহ্ ফজলে রাব্বী মায়ের চিকিৎসার জন্য একা যুদ্ধ করে চলেছেন। সেই যুদ্ধে সরকারের পক্ষ থেকে আমরা যতটা সম্ভব সহায়তার চেষ্টা করব।
নাসির উদ্দিন ইউসুফ বলেন, আজ বিশ্বায়নের যুগে যখন পারিবারিক সম্পর্কগুলো ভেঙ্গে যাচ্ছে, মায়ের স্থান হচ্ছে বৃদ্ধাশ্রমে, তখন মায়ের চিকিৎসার জন্য ফজলে রাব্বীর এ উদ্যোগ অনুকরণীয়। মাকে বাঁচিয়ে রাখার এই অন্তহীন যুদ্ধে আমরাও আছি।
শাহ্ ফজলে রাব্বী চলচ্চিত্র নির্মাতা ও সহায়ক প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের সবার সহায়তা পেলে আমি আমার মাকে সুস্থ করে তুলতে পারব। আপনাদের দোয়া ও ভালবাসায় আমার মা সুস্থ হয়ে উঠবেন বলে আমার বিশ্বাস।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রথমে প্রদর্শিত হয় মোস্তফা সরওয়ার ফারুকী নির্মিত ছবি টেলিভিশন। এর পর বেলা ৩টায় দেখানো হয় মোরশেদুল ইসলাম নির্মিত চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ। আর সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হয় গৌতম ঘোষের ছবি শূন্য অংক। তিন দিনের উৎসবে প্রতিদিন সকাল সাড়ে ১০টা, বেলা ৩টা ও সন্ধ্যা ৬টায় চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দর্শকরা ১০০, ২০০, ৩০০, ৪০০ ও ৫০০ টাকা দর্শনীর বিনিময়ে ছবি দেখতে পারবেন। এ ছাড়া কেউ সাহায্যের জন্য এর বেশি টাকা দিতে চাইলে সেটাও গ্রহণ করা হবে।
আজ সোমবার উৎসবের দ্বিতীয় দিন। এ দিন সকালে প্রদর্শিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিয়ে বুদ্ধদেব দাশগুপ্ত নির্মিত চলচ্চিত্র। বেলা ৩টায় দেখানো হবে ভারতীয় নির্মাতা মৃত্যুঞ্জয় দেভরাত পরিচালিত চলচ্চিত্র যুদ্ধশিশু। সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে বুদ্ধদেব দাশগুপ্ত নির্মিত একটি ছবি। উৎসবের শেষ দিন মঙ্গলবার সকালে প্রদর্শিত গৌতম ঘোষের ছবি মনের মানুষ। বেলা ৩টায় দেখানো হবে নাসির উদ্দিন ইউসুফ নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র গেরিলা। আর সন্ধ্যায় প্রদর্শিত হবে গৌতম ঘোষের ছবি আবার অরণ্য।
http://www.allbanglanewspapers.com/janakantha.html

No comments:

Post a Comment