কারাগার থেকে মুহাম্মদ মুরসির খোলা চিঠি
মিসরে গণতন্ত্র প্রতিষ্ঠার বিপ্লব সফল হবেই
মধ্যপ্রাচ্য প্রতিনিধি
৭ জুন ২০১৪, শনিবার, ১১:০৮
মিসর বিপ্লবের মাধ্যমে স্বৈরশাসক মোবারকের পতন হলেও সেনা অভ্যুত্থান ও গণহত্যার মধ্য দিয়ে গণতন্ত্র হত্যায় মরিয়া হয়ে মসনদ দখল করেছে সেনারা। তবুও বিপ্লবী যুবকদের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার বিপ্লব সফল হবেই ইনশাআল্লাহ। গত বুধবার কারাগার থেকে দেয়া এক খোলা চিঠিতে মিসরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি এ কথা বলেন।
তিনি চিঠিতে আরো বলেন, হে মিসরের নিবেদিতপ্রাণ বিপ্লবী জনগণ, আল্লাহ তায়ালা চেয়েছেন যে, আমাদের গৌরবময় ২৫ জানুয়ারির বিপ্লব শেষ পর্যন্ত সমস্যার সম্মুখীন হবে। যদিও আল্লাহ তায়ালা এই বিপ্লবের জন্য সেসব নারী-পুরুষকেই বেছে নিয়েছেন যারা প্রকৃত অর্থে বিপ্লবী এবং যারা মিসর এবং সমগ্র বিশ্বের গৌরব।
তিনি আন্দোলনরত সেনা শাসনের বিরোধীদের সম্বোধন করে বলেন, পর্বতসম দৃঢ়তা এবং বজ্রকঠিন ইচ্ছাশক্তি নিয়ে আপনাদের পবিত্র এবং শান্তিপূর্ণ বিপ্লব অব্যাহত রাখুন। শিগগিরই আপনাদের বিপ্লব বিজয় অর্জন করবে। আল্লাহর প্রতি এটি আমার দৃঢ় আস্থা। আপনাদের সমর্থনে রয়েছে জনগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ যারা প্রত্যাশা করে, আপনারা তাদের জন্য এমন এক বিপ্লবী মঞ্চ তৈরি করে দেবেন যাতে বিশ্ববাসী সামরিক জান্তা নেতার প্রহসনের শপথগ্রহণ অনুষ্ঠানে যে গুমট নীরবতা প্রত্য করেছে তাকে ছাপিয়ে শিগগিরই বিপ্লবী জনগণের বজ্রকঠিন গর্জন শুনতে পাওয়া যায়।
এমন প্রহসনের জন্য সামরিক জান্তা সরকারের প্রয়োজন ছিল অথর্ব চিন্তাশক্তিহীন জনগণ, কিন্তু জনগণ তাদের ব্যাপারে সতর্ক ছিল এবং এর মাধ্যমে জনগণ তাদেরকে কঠিন এক ধাক্কা দিয়েছে এবং অপমানিত করেছে। তাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন এবং নিজেরা কখনো বিভক্ত হবেন না যা আপনাদের ব্যর্থ করবে এবং বিপ্লবের প্রাণশক্তি হারিয়ে ফেলবে।
যারা মুরসি সরকারের সমালোচনা করেছেন তাদের উদ্দেশে মুরসি বলেন, মহান আল্লাহকে সাী রেখে বলছি, আইনগতভাবে এবং বিপ্লবী উপায়ে আমি আমার জীবনে দুর্নীতি ও অপরাধ প্রতিরোধের কোনো প্রচেষ্টাই বাকি রাখিনি। কখনো আমি সঠিক সিদ্ধান্তে ছিলাম আবার কখনো হয়তো ছিলাম না কিন্তু কখনোই আপনাদের বিশ্বাসের অমর্যাদা করিনি এবং কখনোই তা করব না। আমার এই জীবনে আমি বছরের পর বছর ধরে তাদের অপরাধগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে গেছি এবং জীবনের বাকি সময়ও তাই করে যাবো।
তিনি মিসরের বিপ্লবী যুবসমাজকে ল্য করে বলেন, তোমরা তোমাদের বিপ্লবের মাধ্যমে পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছো। তোমরা হচ্ছো ‘আজ’ এবং ‘আগামী’; তোমরাই হচ্ছো ‘বর্তমান’ এবং ‘ভবিষ্যৎ’ শেষ পর্যন্তও তোমরাই হচ্ছো এই মাতৃভূমির প্রতীক। আমাদের সবার এই বিপ্লব বাস্তবায়নে আমি তোমাদের ওপর এই ভরসা করি যে তোমরা এই বিপ্লবের পতাকাকে আকাশে তুলে ধরবে এবং একে বিজয়ের মর্যাদা দেবে। হে বীরেরা, এই বিপ্লবকে রা কর এবং ধৈর্যশীল থাক। খোদার শপথ করে বলছি, আমি কল্পনায় আপনাদেরকে এমন ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে দেখতে পাচ্ছি যারা পিতা হিসেবে তাদের সন্তানদেরকে বলবে বিপ্লব সফল করার েেত্র নিজেরা কতটা বেশি ধৈর্যশীল ছিলেন এবং শেষ পর্যন্ত আপনাদের কত কিছু সহ্য করতে হয়েছে।
সামরিক জান্তার সরকার কেউ মেনে নেয়নি উল্লেখ করে তিনি বলেন, বিশ্বজুড়ে স্বাধীন মানুষ এই অপরাধী সামরিক জান্তা সরকারকে স্বীকার করে নেয়নি এই কারণে যে মিসরবাসী সর্বদা শান্তিপূর্ণভাবে তাদের বিপ্লব অব্যাহত রেখেছে এমনকি যখন এটাকে নষ্ট করার জন্য অব্যাহতভাবে চেষ্টা করা হয়েছে। সারা পৃথিবীর প্রত্যেকটি স্বাধীন মানুষই সামরিক জান্তার মিথ্যাচারে পূর্ণ এই ভণ্ডামিকে সমর্থন করবে না।
সর্বোপরি তিনি নিরাপত্তাহীন জনগণকে আশার সঞ্চার করে বলেন, পরিশেষে আমি আমার জনগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ যে কথাটি বলতে চাই তা হচ্ছে, আপনাদের চোখ বিপ্লব এবং বিপ্লবের সর্বোচ্চ ল্যগুলোর ওপর নিবদ্ধ রাখুন। শহীদ ভাইদের রক্ত, আহত ভাইদের আর্তচিৎকার, অন্যায়ভাবে বন্দী ভাইদের ত্যাগ কখনোই বৃথা যাবে না যতণ পর্যন্ত এই বিপ্লব সেসব মানুষ দ্বারা পরিচালিত হবে যারা এই বিপ্লবের মূল্য বোঝে, এর পতাকাকে আকাশে তুলে ধরে রাখে, এর মূলনীতিগুলোকে বিশ্বাস করে এবং এর চারি দিকে মিছিল করতে থাকে যতণ পর্যন্ত না এর সব উদ্দেশ্য পরিপুর্ণ হয়।
আমি জানি বিপ্লবের এই পথ অনেক কঠিন। তার পরও আমি সত্যিকারভাবেই আপনাদের অন্তরের পরিশুদ্ধতা এবং আপনাদের ন্যায়সঙ্গত দাবির প্রতি বিশ্বাস রাখি। আমি পুরোপুরি নিশ্চিতভাবে বলতে পারি, মহান আল্লাহ তায়ালা অবশ্যই আপনাদেরকে বিজয়ী করবেন। আল্লাহ আপনাদের মাতৃভূমির এবং আপনাদের জাতির জন্য আপনাদেরকে রা করুন, এবং আপনারা যেন সবসময় বিপ্লবী থাকতে পারেন। এই প্রত্যাশা করে দীর্ঘ খোলা চিঠি সমাপ্ত করেন কারানির্যাতিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি।
মুরসির দেয়া খোলা চিঠি আল জাজিরাসহ মিসর ও আরব দেশের বিভিন্ন মিডিয়া বেশ ফলাও করে প্রচার করে। ফলে আগামী রোববার ভোটারবিহীন নির্বাচনে বিজয়ী সিসির শপথ অনুষ্ঠানের দিন দেশজুড়ে বিশাল বিােভের ডাক দিয়েছে সেনা শাসনবিরোধী জোট। গতকাল বাদ জুমা রাজধানী কায়রোসহ সারা দেশে বিােভ করে মুরসি সমর্থকেরা।
মিসরে গণতন্ত্র প্রতিষ্ঠার বিপ্লব সফল হবেই
মধ্যপ্রাচ্য প্রতিনিধি
৭ জুন ২০১৪, শনিবার, ১১:০৮
মিসর বিপ্লবের মাধ্যমে স্বৈরশাসক মোবারকের পতন হলেও সেনা অভ্যুত্থান ও গণহত্যার মধ্য দিয়ে গণতন্ত্র হত্যায় মরিয়া হয়ে মসনদ দখল করেছে সেনারা। তবুও বিপ্লবী যুবকদের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার বিপ্লব সফল হবেই ইনশাআল্লাহ। গত বুধবার কারাগার থেকে দেয়া এক খোলা চিঠিতে মিসরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি এ কথা বলেন।
তিনি চিঠিতে আরো বলেন, হে মিসরের নিবেদিতপ্রাণ বিপ্লবী জনগণ, আল্লাহ তায়ালা চেয়েছেন যে, আমাদের গৌরবময় ২৫ জানুয়ারির বিপ্লব শেষ পর্যন্ত সমস্যার সম্মুখীন হবে। যদিও আল্লাহ তায়ালা এই বিপ্লবের জন্য সেসব নারী-পুরুষকেই বেছে নিয়েছেন যারা প্রকৃত অর্থে বিপ্লবী এবং যারা মিসর এবং সমগ্র বিশ্বের গৌরব।
তিনি আন্দোলনরত সেনা শাসনের বিরোধীদের সম্বোধন করে বলেন, পর্বতসম দৃঢ়তা এবং বজ্রকঠিন ইচ্ছাশক্তি নিয়ে আপনাদের পবিত্র এবং শান্তিপূর্ণ বিপ্লব অব্যাহত রাখুন। শিগগিরই আপনাদের বিপ্লব বিজয় অর্জন করবে। আল্লাহর প্রতি এটি আমার দৃঢ় আস্থা। আপনাদের সমর্থনে রয়েছে জনগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ যারা প্রত্যাশা করে, আপনারা তাদের জন্য এমন এক বিপ্লবী মঞ্চ তৈরি করে দেবেন যাতে বিশ্ববাসী সামরিক জান্তা নেতার প্রহসনের শপথগ্রহণ অনুষ্ঠানে যে গুমট নীরবতা প্রত্য করেছে তাকে ছাপিয়ে শিগগিরই বিপ্লবী জনগণের বজ্রকঠিন গর্জন শুনতে পাওয়া যায়।
এমন প্রহসনের জন্য সামরিক জান্তা সরকারের প্রয়োজন ছিল অথর্ব চিন্তাশক্তিহীন জনগণ, কিন্তু জনগণ তাদের ব্যাপারে সতর্ক ছিল এবং এর মাধ্যমে জনগণ তাদেরকে কঠিন এক ধাক্কা দিয়েছে এবং অপমানিত করেছে। তাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন এবং নিজেরা কখনো বিভক্ত হবেন না যা আপনাদের ব্যর্থ করবে এবং বিপ্লবের প্রাণশক্তি হারিয়ে ফেলবে।
যারা মুরসি সরকারের সমালোচনা করেছেন তাদের উদ্দেশে মুরসি বলেন, মহান আল্লাহকে সাী রেখে বলছি, আইনগতভাবে এবং বিপ্লবী উপায়ে আমি আমার জীবনে দুর্নীতি ও অপরাধ প্রতিরোধের কোনো প্রচেষ্টাই বাকি রাখিনি। কখনো আমি সঠিক সিদ্ধান্তে ছিলাম আবার কখনো হয়তো ছিলাম না কিন্তু কখনোই আপনাদের বিশ্বাসের অমর্যাদা করিনি এবং কখনোই তা করব না। আমার এই জীবনে আমি বছরের পর বছর ধরে তাদের অপরাধগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে গেছি এবং জীবনের বাকি সময়ও তাই করে যাবো।
তিনি মিসরের বিপ্লবী যুবসমাজকে ল্য করে বলেন, তোমরা তোমাদের বিপ্লবের মাধ্যমে পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছো। তোমরা হচ্ছো ‘আজ’ এবং ‘আগামী’; তোমরাই হচ্ছো ‘বর্তমান’ এবং ‘ভবিষ্যৎ’ শেষ পর্যন্তও তোমরাই হচ্ছো এই মাতৃভূমির প্রতীক। আমাদের সবার এই বিপ্লব বাস্তবায়নে আমি তোমাদের ওপর এই ভরসা করি যে তোমরা এই বিপ্লবের পতাকাকে আকাশে তুলে ধরবে এবং একে বিজয়ের মর্যাদা দেবে। হে বীরেরা, এই বিপ্লবকে রা কর এবং ধৈর্যশীল থাক। খোদার শপথ করে বলছি, আমি কল্পনায় আপনাদেরকে এমন ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে দেখতে পাচ্ছি যারা পিতা হিসেবে তাদের সন্তানদেরকে বলবে বিপ্লব সফল করার েেত্র নিজেরা কতটা বেশি ধৈর্যশীল ছিলেন এবং শেষ পর্যন্ত আপনাদের কত কিছু সহ্য করতে হয়েছে।
সামরিক জান্তার সরকার কেউ মেনে নেয়নি উল্লেখ করে তিনি বলেন, বিশ্বজুড়ে স্বাধীন মানুষ এই অপরাধী সামরিক জান্তা সরকারকে স্বীকার করে নেয়নি এই কারণে যে মিসরবাসী সর্বদা শান্তিপূর্ণভাবে তাদের বিপ্লব অব্যাহত রেখেছে এমনকি যখন এটাকে নষ্ট করার জন্য অব্যাহতভাবে চেষ্টা করা হয়েছে। সারা পৃথিবীর প্রত্যেকটি স্বাধীন মানুষই সামরিক জান্তার মিথ্যাচারে পূর্ণ এই ভণ্ডামিকে সমর্থন করবে না।
সর্বোপরি তিনি নিরাপত্তাহীন জনগণকে আশার সঞ্চার করে বলেন, পরিশেষে আমি আমার জনগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ যে কথাটি বলতে চাই তা হচ্ছে, আপনাদের চোখ বিপ্লব এবং বিপ্লবের সর্বোচ্চ ল্যগুলোর ওপর নিবদ্ধ রাখুন। শহীদ ভাইদের রক্ত, আহত ভাইদের আর্তচিৎকার, অন্যায়ভাবে বন্দী ভাইদের ত্যাগ কখনোই বৃথা যাবে না যতণ পর্যন্ত এই বিপ্লব সেসব মানুষ দ্বারা পরিচালিত হবে যারা এই বিপ্লবের মূল্য বোঝে, এর পতাকাকে আকাশে তুলে ধরে রাখে, এর মূলনীতিগুলোকে বিশ্বাস করে এবং এর চারি দিকে মিছিল করতে থাকে যতণ পর্যন্ত না এর সব উদ্দেশ্য পরিপুর্ণ হয়।
আমি জানি বিপ্লবের এই পথ অনেক কঠিন। তার পরও আমি সত্যিকারভাবেই আপনাদের অন্তরের পরিশুদ্ধতা এবং আপনাদের ন্যায়সঙ্গত দাবির প্রতি বিশ্বাস রাখি। আমি পুরোপুরি নিশ্চিতভাবে বলতে পারি, মহান আল্লাহ তায়ালা অবশ্যই আপনাদেরকে বিজয়ী করবেন। আল্লাহ আপনাদের মাতৃভূমির এবং আপনাদের জাতির জন্য আপনাদেরকে রা করুন, এবং আপনারা যেন সবসময় বিপ্লবী থাকতে পারেন। এই প্রত্যাশা করে দীর্ঘ খোলা চিঠি সমাপ্ত করেন কারানির্যাতিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি।
মুরসির দেয়া খোলা চিঠি আল জাজিরাসহ মিসর ও আরব দেশের বিভিন্ন মিডিয়া বেশ ফলাও করে প্রচার করে। ফলে আগামী রোববার ভোটারবিহীন নির্বাচনে বিজয়ী সিসির শপথ অনুষ্ঠানের দিন দেশজুড়ে বিশাল বিােভের ডাক দিয়েছে সেনা শাসনবিরোধী জোট। গতকাল বাদ জুমা রাজধানী কায়রোসহ সারা দেশে বিােভ করে মুরসি সমর্থকেরা।
No comments:
Post a Comment