যখন কণ্ঠিবাই-এর কথাই উঠল , ছোটো করে বলে রাখি অন্য একটি কথা । বাইও যেন জীবনযন্ত্রণার একটি মাকু । মধ্যাহ্ন সূর্যের মতো টকটকে লাল সিঁদুরের ফোঁটা পরেও সে স্বামীহারা । সুবিধাই হয় , কেন , বলছি সে কথাই । তিনমাসের এক ফুটফুটে সোনামণি মেয়েকে ছেড়ে স্বামী তার মুকালমোয়ার এক মহিলার মাচান ভাগ করতে যাবে বলে বেরিয়েছিল । সেই নিয়ে দুজনের মধ্যে কিছুদিন ধরেই বিস্তর কথা কাটাকাটি , ঝগড়াঝাঁটি । সহ্যের সীমা বেড়া ভাঙতেই, একদিন বাই রণচণ্ডীরূপ ধারণ করে , মাছকাটার বঁটি নিয়ে তাড়া করে স্বামীকে । মরদটাও বাঁশঝাড়ের ভিতর দিয়ে কোনোমতে ভীত হরিণের মতো দৌড়োল , তারপরে আর গাঁয়ে দেখা যায়নি তাকে । এক কোপে এক কলার মোচা কেটে সেদিন কণ্ঠিবাই বলেছিল, ঢেমনা – পু ।......রণবীর পুরকায়স্থের কলমে অনুদিত রবীন শর্মার লেখা অসমিয়া ছোট গল্পের বাকিটা পড়ুন...
No comments:
Post a Comment