হারের কারণ খুঁজবেন 'জয়ী' মানিক
এই সময়: লোকসভা নির্বাচনে রাজ্যে বামফ্রন্টের ঐতিহাসিক বিপর্যয়ের পর সিপিএম রাজ্য কমিটির পর্যালোচনা বৈঠকে প্রকাশ কারাট, সীতারাম ইয়েচুরি সঙ্গে এই প্রথম উপস্থিত থাকছেন মানিক সরকার৷ আজ থেকে শুরু হওয়া দু' দিনের এই রাজ্য কমিটির বৈঠকে বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, সূর্যকান্ত মিশ্রর মতো রাজ্যের শীর্ষ নেতাদের পাশে মানিক সরকারের উপস্থিতি সিপিএমের মধ্যে রীতিমতো কৌতূহল তৈরি করেছে৷ এ বার লোকসভা নির্বাচনে এই রাজ্যে লাগাতার প্রচার করেছেন মানিকবাবু৷ নিজের রাজ্য ত্রিপুরায় তিনি যত নির্বাচনী প্রচার করেছেন, তার থেকে অনেক বেশি সভা করেছেন এই রাজ্যে৷ ভোটের ফল প্রকাশের পর দেখা যাচ্ছে, ত্রিপুরায় বামেরা দু'টি আসন ধরে রাখার পাশে ভোট বাড়িয়েছে বিপুল৷ সেই প্রেক্ষাপটে সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভায় মানিক সরকারের উপস্থিতি দলের মধ্যে তাঁর গুরুত্ব আরও বাড়ার ইঙ্গিতবাহী৷
রাজ্যে বাম আন্দোলনের ইতিহাসে অবিভক্ত কমিউনিস্ট পার্টি কিংবা ১৯৬৪ সালে সিপিএম তৈরি হওয়ার পরবর্তী সময় কোনও নির্বাচনে বামেরা কখনই ২টি আসন পায়নি৷ কেরল ও ত্রিপুরার মতো সিপিএমের অন্য দু'টি ঘাঁটিতে ফল ভালো হলেও পশ্চিমবঙ্গের বিপর্যয় সিপিএম শীর্ষ নেতৃত্বকে প্রবল চাপে ফেলেছে৷ দলের নিচুতলা থেকে নেতৃত্ব বদলের দাবি ক্রমেই জোরালো হচ্ছে৷ সিপিএম রাজ্য সম্পাদক বিমান বসু কিংবা পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি এই বিপর্যয়ের জন্য দলের অন্দরে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করলেও প্রকাশ কারাটের নেতৃত্বে সিপিএম পলিটব্যুরোর বাকি সদস্যরা এখনই নেতৃত্ব বদলের পক্ষপাতী নন৷ তাঁরা চাইছেন দলের সাংগঠনিক নির্বাচন কিছুটা এগিয়ে এনে সম্মেলনের মধ্যে দিয়ে নেতৃত্ব বদল করার৷ এই পরিস্থিতিতে দু' দিনের রাজ্য কমিটির বৈঠকে ফের নেতৃত্ব বদলের প্রসঙ্গ ওঠে কি না তার দিকে এখন তাকিয়ে রয়েছে সিপিএমের সর্বস্তরের নেতা-কর্মীরা৷ সিপিএম রাজ্য কমিটির একাংশের বক্তব্য, সম্পাদকীয় প্রতিবেদন পেশের সময় রাজ্য সম্পাদক বিমান বসু দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা বলতে পারেন৷ যদিও নেতৃত্ব বদল রাজ্য কমিটির আলোচ্যসূচির অন্তর্ভুক্ত না-থাকায় বিমান বসু দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ইচ্ছে প্রকাশ করলেও তা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সংশয় রয়েছে৷ তবে দলের একাংশের বক্তব্য, এই রাজ্য কমিটি থেকে আনুষ্ঠানিক ভাবে সূর্যকান্ত মিশ্রে কাঁধে বাড়তি দায়িত্ব অর্পণ করা হতে পারে৷ দু' দিনের এই বৈঠকে জেলার নেতারা তাঁদের রিপোর্ট পেশ করার পাশে পার্টির আগামী দিনের এগোনোর রোডম্যাপ ব্যাখ্যা করবেন প্রকাশ কারাট৷
রাজ্যে বাম আন্দোলনের ইতিহাসে অবিভক্ত কমিউনিস্ট পার্টি কিংবা ১৯৬৪ সালে সিপিএম তৈরি হওয়ার পরবর্তী সময় কোনও নির্বাচনে বামেরা কখনই ২টি আসন পায়নি৷ কেরল ও ত্রিপুরার মতো সিপিএমের অন্য দু'টি ঘাঁটিতে ফল ভালো হলেও পশ্চিমবঙ্গের বিপর্যয় সিপিএম শীর্ষ নেতৃত্বকে প্রবল চাপে ফেলেছে৷ দলের নিচুতলা থেকে নেতৃত্ব বদলের দাবি ক্রমেই জোরালো হচ্ছে৷ সিপিএম রাজ্য সম্পাদক বিমান বসু কিংবা পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি এই বিপর্যয়ের জন্য দলের অন্দরে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করলেও প্রকাশ কারাটের নেতৃত্বে সিপিএম পলিটব্যুরোর বাকি সদস্যরা এখনই নেতৃত্ব বদলের পক্ষপাতী নন৷ তাঁরা চাইছেন দলের সাংগঠনিক নির্বাচন কিছুটা এগিয়ে এনে সম্মেলনের মধ্যে দিয়ে নেতৃত্ব বদল করার৷ এই পরিস্থিতিতে দু' দিনের রাজ্য কমিটির বৈঠকে ফের নেতৃত্ব বদলের প্রসঙ্গ ওঠে কি না তার দিকে এখন তাকিয়ে রয়েছে সিপিএমের সর্বস্তরের নেতা-কর্মীরা৷ সিপিএম রাজ্য কমিটির একাংশের বক্তব্য, সম্পাদকীয় প্রতিবেদন পেশের সময় রাজ্য সম্পাদক বিমান বসু দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা বলতে পারেন৷ যদিও নেতৃত্ব বদল রাজ্য কমিটির আলোচ্যসূচির অন্তর্ভুক্ত না-থাকায় বিমান বসু দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ইচ্ছে প্রকাশ করলেও তা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সংশয় রয়েছে৷ তবে দলের একাংশের বক্তব্য, এই রাজ্য কমিটি থেকে আনুষ্ঠানিক ভাবে সূর্যকান্ত মিশ্রে কাঁধে বাড়তি দায়িত্ব অর্পণ করা হতে পারে৷ দু' দিনের এই বৈঠকে জেলার নেতারা তাঁদের রিপোর্ট পেশ করার পাশে পার্টির আগামী দিনের এগোনোর রোডম্যাপ ব্যাখ্যা করবেন প্রকাশ কারাট৷
No comments:
Post a Comment