Wednesday, June 4, 2014

লোকসভার পরবর্তী অধ্যক্ষ সুমিত্রা মহাজন

লোকসভার পরবর্তী অধ্যক্ষ সুমিত্রা মহাজন

sumitra-mahajan
এই সময় ডিজিটাল ডেস্ক: লোকসভার অধ্যক্ষ পদে বসতে চলেছেন বিজেপি সাংসদ সুমিত্রা মহাজন। এখনও আনুষ্ঠানিক ভাবে না হলেও ইন্দোর থেকে এই নিয়ে মোট আট বার বিজয়ী সাংসদ সুমিত্রাদেবীর নাম মনোনীত করেছে বিজেপি শিবির। আগামী শুক্রবার আনুষ্ঠানিক ভাবে নির্বাচিত হবেন লোকসভার অধ্যক্ষ। প্রসঙ্গত, মীরা কুমারের পর দ্বিতীয় মহিলা হিসেবে অধ্যক্ষ পদে বসতে চলেছেন সুমিত্রাদেবী।

বুধবার ছিল লোকসভা অধিবেশনের প্রথম দিন। প্রায় এক দশক পর ফের ট্রেজারি বেঞ্চের দখল পেল বিজেপি। কিন্তু এমন বিশেষ দিনটিও আপাদমস্তক শোকের আবহে মোড়া থাকল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গোপীনাথ মুন্ডের আকস্মিক প্রয়াণে। মঙ্গলবার সকালে দিল্লিতে পথ দুর্ঘটনায় তাঁর জীবনাবসান হয়। এরপর প্রয়াত মন্ত্রীকে শ্রদ্ধা জানানোর পর এদিনের মতো অধিবেশন শেষ হয়।

এদিন প্রো-টেম স্পিকার পদে শপথ নেন বর্ষীয়ান কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কমল নাথ। অধ্যক্ষ নির্বাচন হওয়ার আগে পর্যন্ত সভার কাজ তিনিই দেখাশোনা করবেন। লোকসভার মোট ৫৪৩ জন সাংসদকে আগামিকাল তিনি শপথবাক্য পাঠ করাবেন বলে জানা গিয়েছে।

আগামী সোমবার, ৯ জুন লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সংসদের চলতি অধিবেশন শেষ হবে ১১ জুন।

No comments:

Post a Comment