Thursday, June 5, 2014

গণতন্ত্রের মন্দিরে প্রথম উচ্চারিত হল “হরিনাম”।


Matua Tapan9:35am Jun 6
এই দিন’টার অপেক্ষায় দিন গুনেছি প্রতিদিন। এ পাওয়া কিঞ্চিতের মধ্যেও অনেক পাওয়া। এক নতুন দিনের উদ্দেশ্যে প্রথম পদক্ষেপ। শুরু হল মতুয়া আন্দোলনের এক নতুন অধ্যায়।
পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের মন্দিরে প্রথম উচ্চারিত হল “হরিনাম”। বনগাঁ’র সাংসদ কপিল কৃষ্ণ ঠাকুর শপথ গ্রহণের পর প্রথম “ জয় হরিচাঁদ” ধ্বনিতে মুখরিত করলেন ভারতবর্ষের লোকসভা-গৃহ। জয় হল বাংলার প্রতিবাদী ধর্মান্দোলন মতুয়া ধর্মের। কৃতজ্ঞতা জানাই কপিলকৃষ্ণ ঠাকুর’কে এবং সাথে সাথে কৃতজ্ঞতা জানাই এই সংবাদ প্রচারের জন্য সংবাদপত্র “এই সময়” কে।
উপমহাদেশের সমস্ত মতুয়াধর্মালম্বীদের অনেক অনেক অভিনন্দন জানাই।

No comments:

Post a Comment