Monday, June 9, 2014

মাওবাদী দমনে কপ্টার ব্যবহারে ছাড়পত্র কেন্দ্রের

মাওবাদী দমনে কপ্টার ব্যবহারে ছাড়পত্র কেন্দ্রের

choppers
নয়াদিল্লি: মাওবাদীদের 'কড়া হাতে' দমনের জন্য বড়সড় কৌশলগত পরিবর্তনের পথে এগোল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ সূত্রের খবর, মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে সামরিক অভিযানের জন্যও হেলিকপ্টার ব্যবহারের ছাড়পত্র দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ তা বাস্তবায়িত হলে মাওবাদী-প্রভাবিত অঞ্চলে প্রতিরক্ষাবাহিনী নামানোর কাজেও কপ্টার কাজে লাগানো যাবে৷ এতদিন পর্যন্ত মাওবাদী-বিরোধী অভিযানের ক্ষেত্রে শুধুমাত্র ত্রাণ ও উদ্ধারকাজের জন্য কপ্টার ব্যবহার করা যেত৷

সোমবার অন্যতম মাওবাদী অধ্যুষিত রাজ্য ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রকের উচ্চপদস্থ আমলাদের সঙ্গে শীর্ষ পর্যায়ের সঙ্গে এক বৈঠকে বসেন রাজনাথ৷ প্ল্যানিং কমিশন এবং কেন্দ্রীয় গোয়েন্দা ও সুরক্ষা সংস্থাগুলির প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন৷ জানা গিয়েছে, এক স্কোয়াড্রন (১৬টি) সামরিক কপ্টার ছত্তিসগড়কে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছেন রামন৷ স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এই অনুরোধ 'সহানুভূতি'র সঙ্গে বিবেচনা করে দেখা হবে৷ বর্তমানে মাওবাদী-দমন অভিযানের জন্য ছত্তিসগড় সরকারের কাছে সামরিক ও আধাসামরিক মিলিয়ে মোট ৪টি কপ্টার রয়েছে৷

ছত্তিসগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকায় উন্নয়নমূলক পরিকাঠামো গড়ে তোলার জন্য কেন্দ্রের কাছে ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন কাজে প্রশিক্ষণপ্রাপ্ত হাজার দুয়েক সরকারি কর্মী (দু'টি টেকনিকাল ব্যাটেলিয়ন) চেয়েছেন রমন সিং৷ ২০১০ সাল পর্যন্ত সীমান্ত সড়ক সংস্থা (বিআরও) ছত্তিসগড়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চালিয়েছিল৷ কিন্ত্ত পরে ভারত-চিন সীমান্তে রাস্তা তৈরির কাজকেই তত্‍কালীন ইউপিএ সরকার বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছিল৷ তাই বিআরও-কে ছত্তিসগড় থেকে সরিয়ে সেখানে কাজে লাগানো হয়৷ তবে ছত্তিসগড়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সাহায্য করতে সম্প্রতি ১০ ব্যাটেলিয়ন (হাজার দশেক) সরকারি কর্মীকে পাঠানোর প্রস্তাবে সিলমোহর দিয়েছে কেন্দ্র৷

No comments:

Post a Comment