Tuesday, June 3, 2014

মোদীর সঙ্গে জয়ার বৈঠক, জোট নিয়ে ধোঁয়াশাই

মোদীর সঙ্গে জয়ার বৈঠক, জোট নিয়ে ধোঁয়াশাই

jayalalitha
এই সময়, নয়াদিল্লি: এনডিএ-তে যোগ দেওয়া নিয়ে জল্পনার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন এআইএডিএমকে নেত্রী জয়ললিতা৷ ৫০ মিনিটের এই বৈঠকের শেষে মোদীর প্রশংসা করেই জয়ললিতা জানালেন, এনডিএ জোটে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা আপাতত তাঁর নেই৷ সংসদে মোদী সরকারকে সমর্থনের প্রশ্নে জয়ার জবাব, লোকসভায় সংখ্যাগরিষ্ঠ বিজেপির এই মুহূর্তে সমর্থনের প্রয়োজন নেই৷ তবে, রাজ্যসভার ক্ষেত্রে যদি সমর্থনের প্রয়োজন পড়ে, তবে তা ভেবে দেখবেন তিনি৷

এ দিন প্রধানমন্ত্রীর কাছে ৬৪ পাতার একটি স্মারকলিপি জমা দেন জয়ললিতা৷ সেখানে কাবেরি নদীর জলবণ্টন, বিদ্যুত্‍ ঘাটতি, শ্রীলঙ্কায় তামিলদের উন্নয়ন, কচ্ছথিভুর কাছে তামিলদের মত্‍স্যজীবীদের মাছ ধরার অধিকার নিশ্চিত করার মতো একাধিক বিষয় গুরুত্ব পেয়েছে৷ বৈঠক শেষে জয়ললিতার বক্তব্য, 'প্রধানমন্ত্রী খুবই মন দিয়ে সব সমস্যার কথা শুনেছেন৷ এই বৈঠক খুবই মূল্যবান ও ফলদায়ক৷ তিনি বহুদিন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তাই রাজ্যের সমস্যার বিষয়গুলি ভালোই বোঝেন৷ উনি আশ্বাস দিয়েছেন, এই সব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন৷' শুধু প্রধানমন্ত্রী নন, এ দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গেও দেখা করেন জয়ললিতা৷ তামিলনাড়ুর অর্থনৈতিক বিষয়ে দীর্ঘ সময় আলোচনা চালান তাঁরা৷

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাক্ষেকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না জয়ললিতা৷ তার পর এই প্রথম বৈঠকে মুখোমুখি হলেন তাঁরা৷ সোমবারই মোদীর সঙ্গে দেখা করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক৷ মোদীর সঙ্গে তিনিও ওডিশার উন্নয়ন বিষয়ক একাধিক বিষয়ে আলোচনা করেছেন বলে জানা গিয়েছে৷ এই দুই দলকেই মোদী এনডিএ জোটে টানার চেষ্টা করছেন বলে একাধিক সূত্রে খবর৷ সেই পরিস্থিতিতে এ দিনের বৈঠক নিয়ে আগ্রহ ছিলই৷ তবে জোটের তেমন কোনও ইঙ্গিত মিলল না৷

No comments:

Post a Comment