পৃথক আসনে রেজ্জাক, স্বতন্ত্র জায়গা চায় মোর্চা
এই সময়: তিন মাস আগে রেজ্জাক মোল্লাকে দল থেকে বহিষ্কার করলেও সে সিদ্ধান্তের বিষয়ে এত দিন বিধানসভায় কিছুই জানাননি সিপিএম নেতৃত্ব৷ দ্বিতীয় দফার বাজেট অধিবেশন উপলক্ষে মঙ্গলবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ডাকা সর্বদল বৈঠকের আগে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র চিঠি দিয়ে জানান, রেজ্জাক আর দলের কেউ নন৷ পরিবর্তে সভায় দলের সচেতক হয়েছেন আনিসুর রহমান৷ যদিও অধ্যক্ষ সর্বদল বৈঠকেও বহিষ্কৃত সিপিএম নেতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন৷ বিধানসভায় তাঁর জন্য পৃথক আসনেরই ব্যবস্থা করা হচ্ছে৷ রেজ্জাক বিধানসভার বিজনেস অ্যাডভাইসারি (বিএ) কমিটি-সহ একাধিক কমিটির সদস্য বা চেয়ারম্যান৷ সেই কমিটিগুলি থেকে তাঁকে সরানোই এখন সিপিএমের লক্ষ্য৷ যদিও অধ্যক্ষ জানিয়েছেন, 'বিএ কমিটি বা বিধানসভার অন্য কোনও কমিটির যে কোনও সদস্যকে তিনি বহাল রাখতেই পারেন৷'
বিধানসভায় বসা নিয়ে পক্ষকালের মধ্যে আবার ভোলবদল করল গোর্খা জনমুক্তি মোর্চাও৷ লোকসভা ভোটের ফল ঘোষণার পর মোর্চার পরিষদীয় দলনেতা হরকাবাহাদুর ছেত্রী ট্রেজারি বেঞ্চে (সরকার পক্ষে) আর না বসার সিদ্ধান্ত অধ্যক্ষকে চিঠি দিয়ে জানিয়েছিলেন৷ বিরোধী আসনে জায়গা চেয়েছিলেন৷ মঙ্গলবার হরকাবাহাদুর মতবদল করে মৌখিক ভাবে অধ্যক্ষকে জানন, বিরোধী আসনে নয়, সভায় স্বতন্ত্র কোনও আসনে বসতে চান তাঁরা৷
বিধানসভায় বসা নিয়ে পক্ষকালের মধ্যে আবার ভোলবদল করল গোর্খা জনমুক্তি মোর্চাও৷ লোকসভা ভোটের ফল ঘোষণার পর মোর্চার পরিষদীয় দলনেতা হরকাবাহাদুর ছেত্রী ট্রেজারি বেঞ্চে (সরকার পক্ষে) আর না বসার সিদ্ধান্ত অধ্যক্ষকে চিঠি দিয়ে জানিয়েছিলেন৷ বিরোধী আসনে জায়গা চেয়েছিলেন৷ মঙ্গলবার হরকাবাহাদুর মতবদল করে মৌখিক ভাবে অধ্যক্ষকে জানন, বিরোধী আসনে নয়, সভায় স্বতন্ত্র কোনও আসনে বসতে চান তাঁরা৷
No comments:
Post a Comment