Wednesday, June 11, 2014

বাংলাদেশের সঙ্গে মোদি সরকার ঐতিহাসিক সম্পর্ক গড়বে আশা ভারতীয় কলামিস্ট ড. সি রাজা মোহনের

বাংলাদেশের সঙ্গে মোদি সরকার ঐতিহাসিক সম্পর্ক গড়বে
আশা ভারতীয় কলামিস্ট ড. সি রাজা মোহনের
স্টাফ রিপোর্টার ॥ ভারতের প্রখ্যাত কলামিস্ট ও কূটনৈতিক বিশ্লেষক ড. সি রাজা মোহন আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের সঙ্গে মোদি সরকার ঐতিহাসিক সম্পর্ক তৈরি করতে সক্ষম হবে। গত কংগ্রেস সরকার যে ভুল করেছে মোদি সরকার সেটা করবে না। মোদি সরকার দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সম্পর্ক জোরদার করবে। বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
‘ভারতে রাজনৈতিক পটপরিবর্তন ও দক্ষিণ এশিয়ায় প্রভাব’-শীর্ষক আলোচনাসভার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস এ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজ (বিআইপিএসএস)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মুনিরুজ্জমান।
অনুষ্ঠানে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার বিদেশবিষয়ক কলামিস্ট ড. সি রাজা মোহন বলেন, আশাকরি মোদি সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশের সঙ্গে একটি ঐতিহাসিক সম্পর্ক তৈরি করতে সক্ষম হবে। ভারতের অতীত সরকার যে ভুল করেছে মোদি সরকার সেটা করবে না বলেও তিনি মন্তব্য করেন।
ড. সি রাজা মোহন বলেন, বিজেপি নেতা নরেন্দ্র মোদি একজন প্রাজ্ঞ নেতা। তিনি প্রধানমন্ত্রী হওয়ার কারণে প্রতিবেশি দেশগুলোর সঙ্গে ভালবাসা ও বন্ধুত্বের সম্পর্ক তৈরি হবে। তিনি বলেন, ভারতে প্রথমবারের মতো এবার কোন রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে আপাতত মনে হচ্ছে ভারতের এই সরকার হবে, ওয়েস্ট মিনিস্টার মডেলের।
মোদি সরকার দুর্নীতিমুক্ত হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, মোদি সরকার দুর্নীতিমুক্ত থাকার অঙ্গীকার করেছে। এই নীতি তারা বজায় রাখতে সক্ষম হবে। মোদি সরকার কার্যত প্রায়োগিক ও দক্ষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ড. সি রাজা মোহন বলেন, মোদি সরকার প্রতিবেশি দেশের সঙ্গে খোলা মন নিয়ে মুক্ত একটি সম্পর্ক গড়তে চায়। শুধু প্রতিবেশি দেশই নয়, বৃহৎ শক্তিগুলোর সঙ্গেও তারা এ সম্পর্ক গড়বে। তারা চীন, জাপানসহ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গেও গভীর সম্পর্ক গড়ে তুলবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
দিল্লীর দ্য অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের স্ট্রাটেজিক স্টাডিজ বিভাগের প্রধান ড. সি রাজা মোহন বলেন, প্রতিবেশি দেশের সঙ্গে সম্পর্ক রক্ষায় ভারতের বিদায়ী সরকারের যে সুযোগ ছিল তা তারা কাজে লাগায়নি। এমনকি গত ১০ বছরে অভ্যন্তরীণ সমস্যা দূর করতে পারেনি। মোদি সরকার প্রথমদিনেই একটি বার্তা দিয়েছে যে প্রতিবেশি দেশের সঙ্গে সম্পর্ক কি হবে। আশাকরি সম্পর্ক আরও জোরদার হবে। এতে উভয়ই উপকৃত হবে। এখানে কে ক্ষমতায় থাকল তা বিবেচ্য বিষয় নয়। আঞ্চলিক সম্পৃক্ততার অংশ হিসেবে মোদি ভুটান যাচ্ছেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকায় আসছেন বলে মন্তব্য করেন তিনি।
ড. সি রাজা মোহন বলেন, ভারতের মোদি সরকার মাত্র তিন সপ্তাহ হলো ক্ষমতায় এসেছে। তবে ইতোমধ্যেই ভারতের সঙ্গে বৈরি সম্পর্কের দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মোদি নিজ দেশে আনতে সক্ষম হয়েছেন। এ ছাড়া তার দলের অনেকেই কাশ্মীর নিয়ে কথা বললেও তিনি সে বিষয়ে কোন কথা বলেননি। মোদি সরকার আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার একটি সম্পর্ক প্রতিবেশি দেশগুলোর সঙ্গে গড়তে চায়। আর এই প্রতিবেশি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।
ড. সি রাজা মোহন বলেন, নতুন মোদি সরকার পূর্বমুখী অর্থনীতির পথ প্রশস্ত করতে চায়। সে কারণে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলোর সঙ্গে তারা সম্পর্ক গড়বে। বাংলাদেশ হয়ে মিয়ানমার, চীনের সঙ্গে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার পথ প্রশস্ত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ড. সি রাজা মোহন বলেন, ভারতের মোদি সরকার স্বচ্ছ একটি পলিসি গ্রহণ করতে সক্ষম হবে। একই সঙ্গে আঞ্চলিক রাজনীতির অস্থিরতা কমিয়ে ব্যবসা-বাণিজ্য প্রসার ও অর্থনৈতিক উন্নয়নই হবে সে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।
এক প্রশ্নের উত্তরে ড. সি রাজা মোহন বলেন, অতীতের টানাপোড়েন ভুলে বাংলাদেশ ও ভারত-দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে হবে। অতীতে যাই হোক না কেন, সেসব ভুলে বর্তমানে দুই দেশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
আরেক প্রশ্নের উত্তরে ড. সি রাজা মোহন বলেন, মোদি সরকার আধুনিক পুঁজিবাদের একটি ভারতীয় চরিত্র দাঁড় করাতে সক্ষম হবেন। তবে ওই সরকার কর্পোরেট পুঁজিখাতের বন্ধু হিসেবেও আবির্ভূত হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
ড. সি রাজা মোহন বলেন, গণতন্ত্র হলো আপোসের একটি শিল্পকলা। গণতন্ত্রকে সুসংহত করতে চাইলে অনেক সময়ই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আপোস করতে হয়। মোদি সরকারও গণতন্ত্র সুসংহত করার প্রয়োজনে যেকোন আপোস করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
http://www.allbanglanewspapers.com/janakantha.html

No comments:

Post a Comment