Sunday, June 1, 2014

থানেতে মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ

থানেতে মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ

gunpoint
এই সময় ডিজিটাল ডেস্ক: মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল থানের ভায়াণ্ডার রেল স্টেশনের কাছে। ঘটনার শিকার ২৯ বছরের এক যুবতী।

গত শুক্রবার থানের ভায়াণ্ডার রেল স্টশনের কাছে এক যুবতীর মাথায় রিভরভার ঠেকিয়ে খুনের হুমকি দিয়ে ধর্ষণ করা হয় বলে জানিয়েছেন নওঘর থানার সাব ইন্সপেক্টর অপর্ণা ওয়াটকর। তিনি জানিয়েছেন, দীপক নামে এক ব্যক্তি এবং অজ্ঞাত পরিচয় আরেক জনের নামে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ধর্ষিতা তরুণী।

অভিযোগ অনুসারে, সেদিন দুপুর দু'টো নাগাদ স্টেশনের সামনে একটি এটিএমের সামনে ওই মহিলার মাথায় বন্দুক ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয় অজ্ঞাত পরিচয় এক যুবক। এরপর ভীত যুবতীকে ধর্ষণ করে দীপক। ওই দুই অভিযুক্ত তরুণীর পরিচিত কি না, সে বিষয়ে কিছু জানাতে অস্বীকার করেছে পুলিশ।

অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে ধর্ষণ ছাড়াও ভারতীয় দণ্ডবিধির অস্ত্র আইনের ৩ ও ২৫ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে।

No comments:

Post a Comment